এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনে বাজিমাত করতে দলীয় প্রার্থীকে ভারতরত্ন ‘বানিয়ে’ প্রচার তৃণমূলের! শুরু তীব্র বিতর্ক

উপনির্বাচনে বাজিমাত করতে দলীয় প্রার্থীকে ভারতরত্ন ‘বানিয়ে’ প্রচার তৃণমূলের! শুরু তীব্র বিতর্ক


রাজ্যের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে সমস্ত দলই তাদের প্রার্থী ঠিক করে ফেলেছে চলছে জোরদার প্রচার। কেউ কাউকে এক তিল জমি ছাড়তে রাজি নয়। পিছিয়ে নেই শাসক দল তৃণমূলও। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থীকে নিয়ে জোরকদমে প্রচারে নেমেছেন।

করিমপুর উপনির্বাচন নিয়ে বরাবরই রাজনৈতিক মহলে উত্তপ্ত তীব্র ছিল।প্রথমে শোনা গিয়েছিল কোন টলিউডের অভিনেতাকে প্রার্থী করা হবে।কিন্তু করিমপুর উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে নানারকম টালবাহানার পর সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোর কমিটির সদস্য না হওয়া সত্বেও বিমলেন্দু সিংহরায়কে প্রার্থী ঘোষণা করেন। যদি এর পিছনে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মিত্র বড় ভূমিকা রয়েছে এবং তার স্বীকার করেছেন স্বয়ং প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ও।

 

প্রার্থী ঘোষণা হওয়ার পর করিমপুরকে নিজেদের দখলে রাখতে বিমলেন্দু সিংহ রায়কে নিয়ে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্র মাঠে নেমে পড়েছেন। চলছে জোরদার প্রচার কিন্তু এরই মাঝে ভারতরত্ন প্রাপ্ত বলে তৃণমূলের তরফ থেকে প্রচার করার অভিযোগ উঠল।যা নিয়েই শোরগোল পড়ে গেছে রাজ্যে। মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অভিযোগ ভোট টানতে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়কে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তৃণমূলে তরফ থেকে। এমনকি শুধু মুখেই নয় এবার দেওয়াল লিখনের দাবি করা হচ্ছে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় নাকি ভারতরত্ন পদকপ্রাপ্ত। যদিও অভিযোগ আগেও ছিল যে একথা ঘোষণা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। আর এবার দেওয়াল লিখনের অভিযোগ করা হলো।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই দেওয়াল লিখনের ছবিও ভাইরাল হয়ে গেছে। বিরোধীদরে তরফ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। প্রসঙ্গত তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এ কথা সত্যি কিন্তু তিনি ভারতরত্ন পদক পেয়েছেন একথা কোন অংশে সত্য নয়। তবুও কেন তৃণমূলে তরফ থেকে এই দাবি করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

 

এই নিয়ে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ভুলবশত হয়ে গেছে এবং এরকম দেয়াল লিখন থাকলে মুছে দেওয়া হবে। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি এভাবে মিথ্যা অপপ্রচার করে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে শাসক শিবির আর বিরোধীর নামে অপপ্রচার করছে অথচ নিজেরাই মিথ্যা প্রচার করছে।

অন্যদিকে প্রশ্ন উঠেছে দেওয়াল লিখন এত বড় কান্ড হবার পরেও কেন চোখে পড়লো না তৃণমূল নেতৃত্বর? কেন বিরোধিতায় সরব হওয়ার পরেই এই নিয়ে মুখ খুলতে শুরু করল তৃণমূল নেতৃত্ব?রাজনৈতিক মহলের মতে এই মিথ্যা প্রচারের ফলে তৃণমূলের গুরুত্ব সাধারণ মানুষের কাছে অনেকটাই কমলো। এখন দেখার এই অবস্থা থেকে কি করে ফের নিজেদের ভাবমূর্তীকে স্বচ্ছ করে জনসাধারণের কাছে তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!