এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

উপনির্বাচন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

কার্তিক গুহা 

 

ইতিমধ্যেই রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট চলছে,কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে এমনই প্রশাসন সূত্রে জানা যায়।

যদিও সে ব্যাপারে উল্টো পথে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন খড়্গপুর বিধানসভা কেন্দ্রের কোথাও কোথাও টুকটাক ঝামেলা হচ্ছে বলে অভিযোগ করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কালিয়াগঞ্জ এর ভোট ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে চলছে তবে করিমপুরে যেহেতু বড় লড়াই তৃণমূলের অস্তিত্বের লড়াই,যদিও এই ভোটে হারছে তৃণমূল এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন এর জন্যই সকাল থেকে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার কে হ্যারাস করছে, তাকে ঠেলে ফেলে দিচ্ছে।

তাকে ধাক্কা মেরে লাথ মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, তারমানে বোঝাই যাচ্ছে ওখানে তৃণমূল হাড়ছে। কোথায় সংবিধান কোথায় গণতন্ত্র কোথায় প্রশাসন খুব দুঃখজনক পরিস্থিতি আর এই ভোটকে দেখেই পশ্চিমবাংলা সরকারের আসল রূপ তাই সামনে চলে আসবে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!