এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনের জন্য এই রাজ্যে প্রার্থী ঠিক করে ফেলল বিজেপি, রইল বড়সড় চমক

উপনির্বাচনের জন্য এই রাজ্যে প্রার্থী ঠিক করে ফেলল বিজেপি, রইল বড়সড় চমক

একসময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সময় বিজেপি নেতারা গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে এই নরেন্দ্র মোদী সেই গুজরাটের ব্যাপক উন্নতি করেছেন বলে ঢালাও প্রচার করেছিলেন।

আর তারপর থেকে যত যতবারই গুজরাটে নির্বাচনে এসেছে, ততবারই নিজেদের মুখ রক্ষার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে গেরুয়া শিবিরকে। এবারও তার ব্যতিক্রম নয়। সামনেই গুজরাটে বিধানসভা আসনে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। যে প্রার্থী তালিকায় ব্যাপক চমক রাখার চেষ্টা করেছে তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার রাতে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা গুজরাটের 6 টি আসনে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। আর সেখানেই দেখা যায় যে, গুজরাটের রাধানপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর এবং বায়াদ আসনে প্রাক্তন কংগ্রেস বিধায়ক দাভাল সিং জালাকে বিজেপির প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এই দুই ব্যক্তিকে প্রার্থী করে বিজেপি যেমন একদিকে তাদের চমক প্রকাশ করল, ঠিক তেমনই বিরোধী দল কংগ্রেসকে মাস্টারস্ট্রোক দিল। তবে এদিন শুধু গুজরাটের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণাই নয়, 13 টি রাজ্যে উপনির্বাচনের জন্য 32 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় বিজেপির তরফে।

সব মিলিয়ে এবার প্রাক্তন কংগ্রেসের সৈনিকদের নিজেদের দলে যোগদান করিয়ে গুজরাটের বিধানসভা আসনে তাদের প্রার্থী করে বড়সড় চমক দিল গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!