এখন পড়ছেন
হোম > রাজ্য > কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী কে? জেনে নিন

কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী কে? জেনে নিন

গত ২৫ সে অক্টোবর বাংলার ৩ আসনের উপনির্বাচনের জন্য নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার পর ৫ দিন পেরিয়ে গেলেও, কোনও দল সরকারিভাবে কোনো কেন্দ্রের জন্যই প্রার্থী ঘোষণা করতে পারে নি। ফলে, একাধিক নাম নিয়ে জল্পনা ছড়িয়েছিলো দলীয় স্তরেই। তবে, এই ৩ আসনের উপনির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কেননা লোকসভা নির্বাচনে ৪২-এ-৪২ এর স্লোগান তুলে, রীতিমত মুখ থুবড়ে পড়তে হয়েছিল তাদের।

অন্যদিকে, বিজেপিকে ‘গোল্লা’ দিতে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের দেখতে হয়েছিল গেরুয়া শিবিরের ১৮ আসন জয়। এই পরিস্থিতিতে, ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করা থেকে শুরু করে দিদিকে বলো – একাধিক পদক্ষেপ নিয়েছে শাসকদল। সেই পদক্ষেপের ফলে, আদতে কতটা ঘুরে দাঁড়ানো গেল, কার্যত তার পরীক্ষা হতে চলেছে এই উপনির্বাচনে। বিশেষ করে এই ৩ আসনের মধ্যে দুটি আসনেই – লোকসভা ভোটের নিরিখে বিপুল ভোটে এগিয়ে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নানা নামের জল্পনার মাঝেই এবার প্রার্থী ঘোষণা করলো শাসকদল তৃণমূল কংগ্রেস।কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী করা হয়েছে তপন দেব সিংহকে। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে।।এখন শুধুমাত্র অপেক্ষা শেষ হাসি হাসে কে তা দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!