এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনের আগে তৃণমূলের দাপুটে নেতা- কর্মীদের নামে খুনের পোস্টার ঘিরে সরগরম খড়গপুর

উপনির্বাচনের আগে তৃণমূলের দাপুটে নেতা- কর্মীদের নামে খুনের পোস্টার ঘিরে সরগরম খড়গপুর

 

ভোট রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্যের করিমপুর, খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। হাতে আর মাত্র কিছুদিন বাকি। তারপরই আগামী 25 নভেম্বর এই তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটের সময় তিন কেন্দ্রে পরিস্থিতি কি হবে, তা নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। কিন্তু নির্বাচনের আগে যেভাবে তিন কেন্দ্র সরগরম হয়ে উঠতে শুরু করেছে, তাতে প্রবল অশান্তির আশঙ্কা করছে একাংশ।

কেননা ইতিমধ্যেই কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেই কালিয়াগঞ্জের একটি পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে 11 টি সকেট বোমা উদ্ধার হয়েছে। আর এবার খড়্গপুরে তৃণমূলের এক নেতা এবং এক কর্মীর নামে খুনের হুমকি পোষ্টার পড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল।

সূত্রের খবর, এদিন খড়গপুর শহর লাগোয়া গোপালী এলাকায় তৃণমূলের নেতা এবং কর্মীর নামে খুনের পোস্টার পড়তে দেখা যায়। যেখানে খড়গপুর 1 ব্লক সহ-সভাপতি লক্ষ্মীকান্ত সেন এবং তৃণমূলের সক্রিয় কর্মী নয়নজ্যোতি শিটের নাম ছিল বলে দাবি সকলের। কিন্তু কি লেখা ছিল সেই পোস্টারে! অভিযোগ, সাদা কাগজে লাল কালি দিয়ে সেখানে লেখা ছিল, “নয়ন হুশিয়ার, তোর সময় শেষ। তোকে খুন করব।”

অন্য দিকে আরও একটা পোস্টারে লেখা ছিল, “নয়ন ও লক্ষী সেন, তোদের মৃত্যু হবে।” আর বেছে বেছে তৃণমূলের দুই নেতাকর্মীর বিরুদ্ধে পড়া এই পোস্টার নিয়ে এখন খড়্গপুরের ভোট রাজনীতিতে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের নয়নজ্যোতি শীট বলেন, “ওরা জোর করে একটি জমি দখল করেছিল। আমি ও লক্ষীবাবু যার জমি তাকে থানায় অভিযোগ করতে বলেছিলাম। পুলিশ ব্যবস্থা নিয়েছিল। তখন থেকেই আমাদের ওপর রাগ ছিল। একবার প্রকাশ্যে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এদিন সকালে একেবারে পোস্টার দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হল। এর পেছনে বিজেপির হাত রয়েছে।”

এদিকে ভোটের সময় এইরূপ হুমকি পোষ্টার পড়ায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির থেকে অভিযোগ তোলায় এখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি সৈকত শতপথী বলেন, “আসলে তৃণমূলের জনসমর্থন নেই। তাই মিথ্যা অভিযোগ তুলে মানুষের মন পেতে চাইছেন। এতে কোনো লাভ হবে না। ওরা নিজেরাই পোস্টার দিয়ে আমাদের ফাঁসানোর পরিকল্পনা করেছে।” তবে যে যাই বলুক না কেন, খড়্গপুরের নির্বাচনের আগে যেভাবে এই পোস্টার পড়ল, তাতে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে যেতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!