এখন পড়ছেন
হোম > রাজ্য > সন্তর্পনে কিভাবে উপনির্বাচনে বাজিমাত? তৃণমূল কর্মীদের বড় বার্তা শুভেন্দু অধিকারীর

সন্তর্পনে কিভাবে উপনির্বাচনে বাজিমাত? তৃণমূল কর্মীদের বড় বার্তা শুভেন্দু অধিকারীর


 

লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল ভালো হয়নি। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এবার শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছেই অ্যাসিড টেস্ট হিসেবে চলে এল তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই বিজেপি 3 কেন্দ্রে পদ্মফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছে। তবে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে ইতিমধ্যেই জোর প্রচার শুরু করে দিয়েছেন তারা।

কিন্তু লোকসভা নির্বাচনে যেভাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি সাফল্য পেল, তাতে তার কিছুদিন পরেই অনুষ্ঠিত হওয়া এই কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূলের পক্ষে সাফল্য আনা সম্ভব হবে! রাজনৈতিক মহলে যখন এইসব গুঞ্জন চলছে, ঠিক তখনই দলীয় জনসভা থেকে নেতাকর্মীদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। কি করলে জয় আসবে, তাও এদিন স্পষ্ট করে দিলেন তিনি।

সূত্রের খবর, বুধবার কালিয়াগঞ্জে দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে একটি কর্মীসভায় যোগ দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের কর্মীসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, দলীয় প্রার্থী তপন দেব সিংহ, প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য সহ অন্যান্যরা।

আর এখানেই বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, “বেশি হৈচৈ করার দরকার নেই। মানুষের বাড়ি যান। ভোটারদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনুন। সমস্যার কথা নোট করুন। উত্তর দিতে না পারলে নেতৃত্বকে এসে বলুন। মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। এতদিন কালিয়াগঞ্জের মানুষ যে উন্নয়ন পাননি, আমাদের দলের প্রার্থী নির্বাচিত হলে 14 মাসে সেই উন্নয়ন করে দেব। আমি নিজে গ্যারেন্টার হিসেবে থাকব।” অর্থাৎ এদিন শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জে জয় আনতে দলের নেতাকর্মীদের “কথা কম, কাজ বেশি” মনোভাবেই জোর দিতে বললেন বলে মত রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি অথবা কংগ্রেসকে ভোট দেওয়া মানে নোটাতে ভোট দেওয়া। এখানে তৃণমূলের সরকার রয়েছে। এখানে বিরোধী একজনকে উপনির্বাচনে জিতিয়ে কালিয়াগঞ্জের মানুষের কোনো লাভ হবে না। কালিয়াগঞ্জের বাস্তব উন্নয়ন হলে তপন দেব সিংহকেই জেতাতে হবে।” এদিকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এনআরসি সহ একাধিক বিষয়ে হরব হন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “এখানে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী গত ছয় মাসে কি করলেন! রায়গঞ্জ কি পেয়েছে! মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় উত্তর দিনাজপুরের রেলের জন্য কতগুলো প্রজেক্ট নিয়েছিলেন। ওরা রেলের জন্য একটা প্রজেক্ট দিতে পারেনি। যারা লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা উপনির্বাচনে আর বিজেপিকে ভোট দেবেন না। বাংলায় নো এনআরসি। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার পাহারাদার। তিনি জানিয়ে দিয়েছেন এনআরসি এখানে কোনোমতেই হবে না।”

এদিকে শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিনের সভা থেকে রাজবংশী ভাষায় বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য তুলে ধরেন কোচবিহারের পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “এনআরসি হলে এখানকার ভূমিপুত্ররাও ভোটার তালিকা থেকে বাদ যাবেন। কারণ অনেকে স্থানীয় মানুষেরই পুরনো নথিপত্র নেই। স্থানীয়দের ক্ষেত্রে সেটাই হয়েছে। রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, অতীতে তা কোনোদিন হয়নি।”

সব মিলিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দখল করতে একদিকে দলীয় নেতাকর্মীদের বার্তা আর অন্যদিকে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী।by-election,tmc-workers

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!