এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন উপনির্বাচনে ভোটকর্মী নিয়ে বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের – জানুন বিস্তারিত

আসন্ন উপনির্বাচনে ভোটকর্মী নিয়ে বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের – জানুন বিস্তারিত


 

নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার পক্ষে বারবারই সওয়াল করে এসেছে সমস্ত রাজনৈতিক দল। দরজায় কড়া নাড়ছে করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগামী 25 নভেম্বর এই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে 9 নভেম্বর এখানকার নির্বাচনের জন্য 1400 ভোট কর্মীর প্রশিক্ষণ হতে চলেছে বলে খবর।

তবে আশ্চর্যজনকভাবে এবারের এই করিমপুর বিধানসভা উপনির্বাচনে মহিলা পরিচালিত বুথ না থাকায় বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কেন মহিলা বুথ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। প্রসঙ্গত, মূলত শহর এলাকাগুলিতে মহিলা বুথ করার ব্যাপারে নানা পরিকল্পনা নেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে সেই মহিলা পরিচালিত বুথ করার ব্যাপারে সমস্যা হতে পারে বলে সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু করিমপুর বিধানসভার অনেকাংশেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ থাকার কারণে কিছু বুথ মহিলা পরিচালিত হলে ভালো হত বলে মনে করছেন অনেকে। এদিন এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “মহিলা পরিচালিত বুথ আবশ্যিক। এরকম কোনো নির্দেশ আমরা পাইনি। পুরুষ ভোটকর্মীর সংখ্যা স্বাভাবিক থাকায় মহিলা পরিচালিত বুথ করার প্রয়োজন পড়েনি।”

তবে এই মহিলা পরিচালিত বুথ না থাকায় অনেক মহিলা কর্মচারী বা শিক্ষিকাদের মধ্যে এই ব্যাপারে হতাশার সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাপারে নদীয়ার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিভু গোয়েলকে ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “অহেতুক চাপ না বাড়িয়ে অবাধ ও সুষ্ঠু ভোট করার উপরে জেলাশাসক জোর দিচ্ছেন।”

বিশেষজ্ঞরা বলছেন, করিমপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে সব মহলেই প্রবল আশা-আকাঙ্ক্ষা রয়েছে। তবে মহিলা পরিচালিত বুথ না থাকায় অনেকের মধ্যেই হতাশা সৃষ্টি হয়েছে ঠিকই। কিন্তু তা না থাকায় কোনো সমস্যা হয়, নাকি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় নির্বাচন! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!