এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ

ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে সিবিআই তল্লাশি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যে। গতকাল গরু পাচার ও কয়লা পাচার কাণ্ড নিয়ে কলকাতা ও একাধিক বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকেরা। গতকাল বিনয় মিশ্র নামে জনৈক ব্যবসায়ীর দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউয়ের দুটি বাড়িতে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। ব্যবসায়ী বিনয় মিশ্রর সঙ্গে তৃণমূলের জনৈক হেভিওয়েট সাংসদের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। গরু পাচার কাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশির পর ঘুম ছুটেছে শাসকদলের।

ইতিমধ্যে গরু পাচার তদন্তে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল ও বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে জেরা করে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে এসেছে। যাঁদের মধ্যে একজন হলেন বিনয় মিশ্র। বিনয় মিশ্রের বাড়িতে গতকাল সিবিআই হানা সম্পর্কে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই হানা সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিনয় মিশ্র অত্যন্ত প্রভাবশালী লোক। তিনি কেন প্রভাবশালী? তা কারোরই অজানা নয়। কেন তিনি প্রভাবশালী ও সকলের পরিচিত? সকলেই সেটা জানেন। তাঁর এই অতি পরিচিতির জন্যই তাঁর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। দিলীপ ঘোষ জানালেন, রাজ্যজুড়ে যে দুর্নীতি, অসামাজিক কার্যকলাপের বাতাবরণ চলছে, তার পেছনে অনৈতিক অর্থ, ধনের বিরাট প্রভাব আছে। আর যারা এই কার্যকলাপ চালাচ্ছে, যারা তা অপারেট করছে, তাদের নাম সকলেই জানেন। মানুষের মুখে মুখে তাদের নাম ঘুরছে এখন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, এখন যদি সিবিআই এ বিষয়ে তদন্ত চালায়। তদন্ত যদি ঠিক হয়, তবে আসল সত্যটা সকলের সামনে বেরিয়ে আসবে। এদিকে গরু পাচারের মূল অভিযুক্ত এনামুলের ডায়রি গোয়েন্দাদের হাতে এসেছে। যেখানে বেশকিছু জনপ্রতিনিধি, প্রশাসক ও পুলিশ কর্তাদের নাম আছে বলে সূত্রের খবর । ডায়রিতে যাদের নাম পাওয়া গেছে, তাদের সঙ্গে যোগাযোগ করতেও শুরু করে দিয়েছেন গোয়েন্দারা। অন্যদিকে বেশকিছু বিশ্লেষক জানিয়েছিলেন যে, এনামুল বা লালা এরা হিমশৈলের চূড়া মাত্র। এদের সঙ্গে জড়িত আছে অনেক বড় বড় রাঘববোয়াল। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার কার কাছে এবার সিবিআইয়ের সমন আসতে চলেছে? তা নিয়ে বাড়ছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!