এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূলের হেভিওয়েটের পদত্যাগ, অন্যরকম গন্ধ পাচ্ছে বিরোধীরা

ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূলের হেভিওয়েটের পদত্যাগ, অন্যরকম গন্ধ পাচ্ছে বিরোধীরা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বীরভূম জেলায় সিউড়ি পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। নতুন প্রশাসক হলেন প্রণব কর। ব্যক্তিগত কারণের জন্যই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানালেন। তবে বিধানসভা ভোটের প্রাক্কালে তাঁর এই হঠাৎ ইস্তফা নিয়ে শোরগোল পড়ে গেলো রাজনীতি মহলে। এ প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানালেন যে, রাজ্যজুড়ে তৃণমূল দলে চলছে এই প্রবণতা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তৃণমূলের কর্মীরা দলে থাকলেও তাঁদের প্রশাসনিক পদ থেকে তাঁরা ইস্তফা দিচ্ছেন।

প্রসঙ্গত, চলতি বছর সিউড়ি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হলে, চলতি বছরের ২৭ সে মে সিউড়ি পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করা হয়। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। এর সদস্য ছিলেন কাজী ফরজউদ্দিন, প্রণব কর, বিদ্যাসাগর সাউ প্রমুখরা। কিছুদিন আগে উজ্জ্বল চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন। এরপর রাজ্য সরকার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করল প্রণব করকে। গত সোমবার তিনি পুরসভায় তাঁর দায়িত্ব নিয়েছেন।

আপনার মতামত জানান -

সিউড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তাঁর ইস্তফা প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। এর মধ্যে দলের কোনো বিষয় নেই। আবার, প্রণব করের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পুরসভার বিদায়ী চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তাঁর কাছে কাজ বেশি গুরুত্বপূর্ণ সংগঠনের চেয়ে। তিনি কাজে ব্যস্ত ছিলেন, তাই সংগঠনের কাজে যেতে পারেননি। তিনি তবে জানিয়েছেন যে, এর মধ্যে রাজনীতির যদি কোনো ব্যাপার থাকে, তাহলে পরে তা সকলকে জানাবেন তিনি।

প্রশাসক পদ থেকে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানালেন যে, পুরো ব্যাপারটিই আসলে রাজনীতি। তৃণমূল দলে একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। অনেক সময় সরাসরি কথা না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। তিনি দাবি করেছেন, তুলনামূলকভাবে তৃণমূল দলের যেসব মানুষ কিছুটা সৎ, তাঁরা তৃণমূল দলে থাকতে পারছেন না। এ কারণেই তাঁরা পদত্যাগ করছেন। প্রশাসকের অকস্মাৎ পদত্যাগকে ঘিরে নানা জল্পনা ছড়ালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!