এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যাপক বোমাবাজি ও গোলাগুলিতে প্রাণ গেল তৃণমূল কর্মীর, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

ব্যাপক বোমাবাজি ও গোলাগুলিতে প্রাণ গেল তৃণমূল কর্মীর, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে বেড়ে চলেছে সংঘর্ষের ঘটনা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার ঘটনা উঠে আসছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবারের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে হিংসা বন্ধ করার আবেদন জানিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের কথা যে উড়িয়ে দেওয়া হয়েছে, সে কথা আবারও প্রমাণিত হলো পশ্চিম মেদিনীপুরের ঘটনায়। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি এবং গুলি চলে।

এই ঘটনায় প্রাণ গিয়েছে এক তৃণমূল কর্মীর। স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ খড়্গপুরের মকরপুর বাজারের উল্টোদিকে অভিরামপুরের কোনো এক জায়গায় 4 তৃণমূল কর্মী বসেছিলেন। সেসময় বাইকে করে বেশ কয়েক জন দুষ্কৃতী আসে এবং তাঁরা লাগাতার বোমাবাজি শুরু করে এলাকা জুড়ে। পাশাপাশি ওই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে দু রাউন্ড গুলিও চলে। ঘটনায় আহত হন প্রত্যেকেই। গুলিবিদ্ধ হন শৌভিক দলুই নামের এক তৃণমূল কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গুরুতর আহত অবস্থায় প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যেতে গেলে রাস্তাতেই মারা যায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাকিরা। বিজেপি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলেই এই দুষ্কৃতী হামলা এবং মৃত্যু। পাশাপাশি জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে মকরমপুরে তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন লক্ষীকান্ত শিট। সেসময় এলাকার দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণ হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় মানুষের প্রবল ক্ষোভের শিকার হন অঞ্চল সভাপতি। সম্প্রতি আবারও দায়িত্বে ফিরেছেন লক্ষীকান্ত। তাই মনে করা হচ্ছে, এই ঘটনার পেছনে প্রতিহিংসাপরায়ণতাও কাজ করতে পারে। আর তাই তৃণমূলের লক্ষীকান্ত শিটকে সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছেনা। অন্যদিকে জানা গিয়েছে এই ঘটনার ফলে পুলিশের কাছে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। একই সাথে তৃণমূল শিবিরের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনায় এলাকার পরিবেশ থমথমে। এলাকায় অবশ্য পুলিশ প্রহরা শুরু হয়েছে। আপাতত এই ঘটনার পেছনে কে বা কারা আছে তারই খোঁজ চলছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!