এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যাপক দলবদলের জেরে, আরও একটি পঞ্চায়েত হারালো বিজেপি, বাড়ছে উদ্বেগ গেরুয়া শিবিরে

ব্যাপক দলবদলের জেরে, আরও একটি পঞ্চায়েত হারালো বিজেপি, বাড়ছে উদ্বেগ গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয়েছে প্রধান বিরোধীদল বিজেপিতে। বিজেপির একের পর এক নেতা-কর্মী দল ছাড়তে শুরু করেছেন। বেশ কিছু স্থানে বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে চলছে এই যোগদান। তবে, বিজেপির অভিযোগ, মিথ্যা মামলা করে, ভয় দেখিয়ে বা টাকার লোভ দেখিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের জোর করে যোগদান করানো হচ্ছে তৃণমূলে। একের পর এক পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি। আর সংখ্যাধিক্যের জোরে পঞ্চায়েতগুলির দখল নিচ্ছে তৃণমূল। গতকাল মালদহ জেলার বামন গোলার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে চলে গেল তৃণমূলের দখলে।

একসময়ে বামফ্রন্টের শক্তিশালী দুর্গ বলে পরিচিত বামন গোলা ব্লক। তবে, এখানে ক্রমশ শক্তি বাড়িয়েছিল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে ১৪ টি আসন দখল করে বিজেপি, তৃণমূলের হাতে আসে ৯ টি আসন, সিপিএমের হাতে থাকে একটি। এর মোট সদস্য সংখ্যা ২৪। সম্প্রতি, এই গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপি সদস্য ও একজন সিপিএম সদস্য তৃণমূলে যোগদান করলেন। ফলে, তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাড়ালো ১৫, বিজেপি সদস্য সংখ্যা কমে দাঁড়ালো ৯। এরপর স্বাভাবিকভাবেই তৃণমূল অনাস্থা প্রস্তাব আনে। গতকাল ছিল নির্বাচন। এরপর এই পঞ্চায়েত চলে যায় তৃণমূলের হাতে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বামন গোলা ব্লকের তৃণমূল সভাপতি অশোক সরকার জানালেন যে, যেভাবে উন্নয়নের জোয়ারে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা দেখেই বিজেপির নেতা কর্মীরা দলে দলে যোগদান করছেন তৃণমূলে। এখন এখানেও উন্নয়নের জোয়ার দেখা যাবে। তবে, এ প্রসঙ্গে বামনগোলা ব্লক বিজেপি সভাপতি অমিত ঘোষ জানালেন যে, বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছেন, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। ৫ জন বিজেপি সদস্য তৃণমূলে চলে যাবার কারণে পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে যে, পঞ্চায়েতের উন্নয়নে বিজেপি ভালো? না তৃণমূল ভালো? বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। আর, এবার সেই তালিকায় যুক্ত হলো মালদহের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!