এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ব্যাপক দলবদলের কারণে বেনোজল ঢুকছে না তো গেরুয়া শিবিরে? কি বলছেন দিলীপ ঘোষ?

ব্যাপক দলবদলের কারণে বেনোজল ঢুকছে না তো গেরুয়া শিবিরে? কি বলছেন দিলীপ ঘোষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের সময় থেকেই দেখা গিয়েছিল, তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদানের ঢল নেমেছে। যত সময় গেছে, এই যোগদান পর্বে তৃণমূল শিবিরের নেতা-নেত্রীদের ভিড় আরো বেড়েছে। আর তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর গেরুয়া শিবিরের যোগদানের পর্ব এমন জায়গায় পৌঁছেছে, যেখানে বিশেষজ্ঞরা এক বাক্যে দাবি করছেন তৃণমূল শিবিরে ধ্বস নেমেছে। তবে পাশাপাশি এই মুহুর্তে আরেকটি বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তৃণমূল শিবিরের নেতা-নেত্রীরা বলতে শুরু করেছেন, যত বাতিল প্রার্থী আছেন তাঁরাই গিয়ে ভিড় জমিয়েছেন গেরুয়া শিবিরে। আক্ষরিক অর্থে বিজেপিতে বেনোজল ডুকছে বলে দাবি করা হচ্ছে।

তবে এই নিয়ে এবার নিজের মত সুস্পষ্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল পর্যন্ত তৃণমূল থেকে হেভিওয়েট নেতা নেত্রীরা যোগদান করেছেন বিজেপিতে। সেক্ষেত্রে বিজেপিতে যোগ্য নেতারা যাচ্ছেন, নাকি বেনোজল ঢুকছে, তারই বিচার করলেন এদিন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, শাসকদলের এহেন মন্তব্যকে মোটেই পাত্তা দিচ্ছেন না তাঁরা। গেরুয়া শিবিরে যে যোগ্য লোক আসছে সে দাবি করলেন তিনি। অন্যদিকে আজ বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানেই যান না কেন, তাঁর হার নিশ্চিত। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবারের নির্বাচনে দাঁড়াচ্ছেন নন্দীগ্রাম থেকে।

চলতি মাসের শেষেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেকথা মাথায় রেখেই আজ মেদিনীপুর সদরের বিজেপি প্রার্থী শমিত দাস মনোনয়ন পেশ করলেন। তাঁর সঙ্গে একাধিক কর্মী সমর্থকের পাশাপাশি ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রীতিমতো আত্মবিশ্বাসের সুরে দিলীপ ঘোষ এদিন দাবি করেছেন, একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির আসছে। পরিবর্তন হবেই। পাশাপাশি তাঁকে তৃণমূল থেকে লাগাতার বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত কতটা সঠিক এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, গেরুয়া শিবিরের একটি মাপকাঠি আছে, একটি আদর্শ আছে। আর তারই ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের দলে নেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি প্রশ্ন  উঠছে, তৃণমূল ছেড়ে আসা নেতা-নেত্রীরা কতটা ভরসাযোগ্য? কারণ তাঁরা পরবর্তীতেও দল বদল করতে বিশেষ পিছপা হবেননা বলেই ধরে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান, তৃণমূলের অপশাসন দূর করতেই সবাই বিজেপিতে আসছেন, গেরুয়া শিবিরের হাত শক্ত করছেন, তাই ভরসা না করার কোন কারণ নেই। পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ সহযোগে দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে ব্যাপকভাবে হারবেন, সে তিনি যেখান থেকেই দাঁড়ান না কেন!

অন্যদিকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে তৃণমূল শিবির থেকে যেভাবে দলে দলে লোক বেরিয়ে গেরুয়া শিবিরে ভিড় জমাচ্ছেন, তাতে তৃণমূল শিবির কি আদৌ দলের বাতিল নেতাদের সরিয়ে দিল নাকি আত্মতুষ্টিতে বেনোজলের প্রসঙ্গ উঠছে? পাশাপাশি অবশ্য অনেকেই গেরুয়া শিবিরে যোগ দেওয়া তৃণমূল নেতা নেত্রীদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে মনে করা হচ্ছে, সমস্ত নেতা নেত্রীদের বিশাসযোগ্যতা প্রমাণ হবে একুশের নির্বাচনে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!