এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুন-গড় পুরো বিজেপির দখলে? ফিরহাদের নেতৃত্বে একঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতার পদক্ষেপে জল্পনা

অর্জুন-গড় পুরো বিজেপির দখলে? ফিরহাদের নেতৃত্বে একঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতার পদক্ষেপে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই আততায়ীর গুলিতে নিহত হন বিজেপি নেতা মণীশ শুক্লা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। বিজেপি নেতার এই হত্যাকাণ্ডে শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। বিশেষত এই হত্যাকাণ্ডে খুররম নামে যে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই অভিযুক্তকে তৃণমূলের সদস্য বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন যে, একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর যোগাযোগ আছে তার সঙ্গে। তিনি ফিরহাদ হাকিম, মদন মিত্র বেশ কিছু তৃণমূল নেতা-মন্ত্রীর সঙ্গে অভিযুক্তের ছবি প্রকাশ্যে এনেছিলেন।

বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলের সমস্ত যে নেতা মন্ত্রীর নাম এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। আজ তাঁরাই শান্তির বার্তা নিয়ে মিছিল করলেন ব্যারাকপুরে। এই মিছিলে নেতৃত্ব দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজকের এই মিছিলে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, সৌগত রায় সহ বেশ কিছু শাসকদলের নেতা-মন্ত্রীরা। তৃণমূল দলের এই হেভিয়েটদেরই মণীশ শুক্লার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছিলেন অর্জুন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ব্যারাকপুরে এই তৃণমূল নেতা-মন্ত্রীরা বাহুবলি মুক্ত ব্যারাকপুরের বার্তা দিয়ে মিছিল করলেন। তৃণমূলের অভিযোগ বিজেপি নেতা মণীশ শুক্লার এই হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ, বিহার থেকে ভাড়াটে খুনি এ রাজ্যে আনা হয়েছিল। উত্তর প্রদেশ, বিহারের কালচারকে এ রাজ্যে চালু করতে চাইছে বিজেপি, অভিযোগ জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর নেতৃত্বে টিটাগর থেকে চললো এই মিছিল। এই মিছিলে তৃণমূলের নেতা মন্ত্রীরা ছাড়াও বহু সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন। ব্যারাকপুর এলাকায় শান্তি ফিরিয়ে আনার উদ্যেশে এই মিছিল বলে শাসক দল তৃণমূলের দাবি।

রাজ্য সরকার এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডিকে নিযুক্ত করলেও, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। রাজ্যপালের কাছে গিয়ে এ বিষয়ে একাধিকবার সিবিআই তদন্তের আবেদন করেছেন বিজেপির কিছু গুরুত্বপূর্ণ নেতা। যাদের মধ্যে আছেন অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ প্রমুখরা। এই ঘটনার এক তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডে বেশকিছু বিজেপি নেতার নামও উঠে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!