এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বিজেপির অন্দরে ‘প্রতিদ্বন্দ্বী’ তীব্রভাবে উঠে আসতেই কি বললেন দিলীপ?

মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বিজেপির অন্দরে ‘প্রতিদ্বন্দ্বী’ তীব্রভাবে উঠে আসতেই কি বললেন দিলীপ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই এবার নতুন সমীকরণের ইঙ্গিত গেরুয়া শিবিরে। রাজ্য রাজনীতিতে বিজেপির যখন কোন অস্তিত্বই ছিলনা প্রায় বাংলার বুকে, সেই সময় বাংলায় বিজেপির যে ক’জন নেতা ছিলেন তার মধ্যে অন্যতম হলেন তথাগত রায়। বর্তমানে তিনি মেঘালয় রাজ্যপাল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। যদিও গত 20 মে তাঁর রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

কিন্তু করোনা পরিস্থিতিতে তিনি এখনও দায়িত্ব থেকে অব্যাহতি পাননি বলে জানা গেছে। তবে এবার তিনি 2021 এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর তাই নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। অন্যদিকে তথাগত রায়ের বাংলার রাজনীতিতে ফেরার ইঙ্গিত পাওয়া মাত্রই জল্পনা শুরু হয়েছে, তবে কি আগামী দিনে বঙ্গ বিজেপির মুখ হিসেবে বাংলায় দেখা যেতে পারে তাঁকে?

অন্যদিকে তথাগত রায়ের ইঙ্গিতে নজর দিয়ে সর্বপ্রথম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা স্বাগত জানিয়েছিলেন তাঁর বার্তাকে। অন্যদিকে তথাগত রায় সম্প্রতি বাংলার গেরুয়া শিবির নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন বক্তব্যের মধ্যে দিয়ে। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, বঙ্গ বিজেপি বাংলায় যেভাবে ধর্মীয় ভিত্তিতে নির্বাচন জেতার কথা বলছে তা কিন্তু সম্ভব নয়।

উপরন্তু গোমুত্রে কোরোনা সারবে বা দুধে সোনা মিলবে- এ জাতীয় রাজনীতি যে বাংলায় চলবে না সে কথাও জানান তথাগত। খুব স্বাভাবিকভাবেই এই ইঙ্গিত যে বাংলার বর্তমান রাজ্য বিজেপি সভাপতির দিকে করা হয়েছে, এটা বুঝতে কারো বাকি নেই। অন্যদিকে তথাগত রায়কে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সে সম্পর্কে ওঠা প্রশ্ন বাংলার বর্তমান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সুচতুর ভাবে এড়িয়ে গেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, পুরো ব্যাপারটি পার্টির বিচার্য বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলা গেরুয়া শিবিরে যদি আবার তথাগত রায় ফিরে আসেন তাহলে সক্রিয় রাজনীতিতে দিলীপ ঘোষ যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন সেকথা বলাইবাহুল্য। এমনিতেই গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে। এর মধ্যে তথাগত রায় যদি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তাহলে লড়াই আরো কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে দিলীপ ঘোষকে সরিয়ে যদি বাংলার মুখ তথাগত রায়কে করে কেন্দ্রীয় বিজেপি শিবির, তাহলে তা যে বাংলার বুকে গেরুয়া শিবিরে দ্বৈরথ সৃষ্টি হবে সেকথা বলছেন অনেকেই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে রাজ্যপাল পদে থাকা তথাগত রায় সক্রিয় রাজনীতিতে নামার ইচ্ছা প্রকাশের সাথে সাথে যেভাবে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন কথাকে বাংলা বিরুদ্ধ বলে কটাক্ষ করেছেন, তাতে এখন থেকেই দিলীপ তথাগত যুদ্ধ শুরু বলে মনে করা হচ্ছে।

খুব স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষ যেভাবে তথাগত রায়ের বক্তব্য এড়িয়ে গেলেন, তাতে কিন্তু দিলীপের অসন্তুষ্টতাই প্রকাশ পেয়েছে। তবে একথা পরিষ্কার 5 বছর পর তথাগত রায় আবার বঙ্গ বিজেপিতে ফেরার ইচ্ছা প্রকাশের সাথে সাথে বাংলার গেরুয়া শিবিরেও শুরু হয়ে গেছে নতুন করে রাজনৈতিক দ্বন্দ্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!