এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট বাড়বে শাসকদলের? মুখ্যমন্ত্রী ফিরবেন ক্ষমতায়? কি উঠে এল বিধানসভার আগে সি-ভোটারের সমীক্ষায়

ভোট বাড়বে শাসকদলের? মুখ্যমন্ত্রী ফিরবেন ক্ষমতায়? কি উঠে এল বিধানসভার আগে সি-ভোটারের সমীক্ষায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিয়রে বিহারের বিধানসভা নির্বাচন। দুদিন বাদেই শুরু হতে চলেছে বিহারের এই মহাযজ্ঞ। বিহারে এবারে কোন দল সরকার গঠন করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিহারবাসী তথা দেশবাসীর মনে। শেষ পর্যন্ত বিহারের নির্বাচনের ঠিক পূর্বে তাদের করা শেষ জনমত সমীক্ষায় এবিপি-সি ভোটার জানালো যে, বিহারে আবার ক্ষমতায় আসতে চলেছেন নীতীশ কুমার ও তাঁর নেতৃত্বাধীন এনডিএ জোট। লড়াই হাড্ডা-হাড্ডি করেও ময়দান ছাড়তে হচ্ছে আরজেডি নেতৃত্বাধীন ইউপিএ জোটকে।

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিহারের শাসক ও বিরোধী জোটের মধ্যে টানাপোড়েন অব্যাহত। যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একসময় নিজের ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে বেশ কিছুটা আত্মবিশ্বাসের কথা শুনিয়েছিলেন। কিন্তু কিছুদিন ধরেই আরজেডির জনসভাগুলির ব্যাপক ভিড় চিন্তার ভাঁজ ফেলেছিল এনডিএ জোটের। ইতিমধ্যে আবার শোনা যাচ্ছিল প্রতিষ্ঠান বিরোধিতার কথা।

এর মধ্যে আবার সমস্যা বাড়ান চিরাগ পাসোয়ান। নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধের কারণে এনডিএ জোট ত্যাগ করে বেরিয়ে পড়েন তিনি। তারপর যে সমস্ত আসনে জেডিইউ প্রার্থী দিয়েছিল, সেই সমস্ত আসনে পাল্টা প্রার্থী দেন চিরাগ। এদিকে আবার বিহারের ভোটে একটি বিশেষ ভূমিকা দলিত ভোটের। শোনা গিয়েছিল দলিতরা নাকি তেমন সন্তুষ্ট নন নীতিশ কুমার সরকারের ওপর। এই সব কিছু নিয়ে যখন চিন্তা বাড়ছিলো গেরুয়া শিবিরের। সে অবস্থায় এবিপি-সি ভোটার সমীক্ষা তাদের অনেকটাই সন্তোষ দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবিপি-সি ভোটার সমীক্ষায় উঠে এসেছে যে, এবারের নির্বাচনে প্রায় ৪৩ শতাংশ ভোট পেতে পারেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডির ইউপিএ জোট মোট ভোটের ৩৫ শতাংশ পেতে পারে। এলজেপি পেতে পারে ৪ শতাংশ। অন্যান্য রাজনৈতিক দলগুলি একত্রে ১৮ শতাংশ ভোট
পেতে পারে।

এবিপি-সি ভোটার সমীক্ষায় আরও জানানো হলো যে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের নির্বাচনে বিহারের প্রায় দুই-তৃতীয়াংশ আসন দখল করে ক্ষমতা ধরে রাখবে। ১৫০ থেকে ১৬০ টি আসন তাদের দখলে যাবার সম্ভাবনা আছে। বিহারের নির্বাচনে জিতে এবার চার বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। সেইসঙ্গে ৯ শতাংশ ভোট বাড়াতেও সক্ষম হচ্ছেন তিনি।

প্রসঙ্গত, গত ২০১৫ সালের বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয় বিরোধী মহাজোটের। যে মহাজোটের শরিক ছিলে আরজেডি, জেডিইউ। সেবার বিজেপি পেয়েছিল ২১.৮১ শতাংশ ভোট, আরজেডি পেয়েছিল ৩২.৯২ শতাংশ ভোট, জেডিইউ ২৯.২১ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছিল ১১.১১ শতাংশ ভোট। গতকালের এই সমীক্ষার রিপোর্ট যথেষ্ট আশ্বস্ত করেছে এনডিএ শিবিরকে। এমনটাই বিভিন্ন পর্যবেক্ষকের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!