সিএএ আটকানোর মুরোদ নেই মমতার, তৃণমূলকে চরম গাড্ডায় ফেললেন শাহ! জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সভায় গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন, সিএএ করে নাকি মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এমনকি তিনি এই বাংলায় সিএএ করতে দেবেন না বলেও চ্যালেঞ্জ করছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে মুখের মত জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, সিএএ আটকানোর মত ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। প্রসঙ্গত, এদিন বাংলায় নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই সিএএর বিরোধিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে উচিত জবাব দেন তিনি। অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সিএএ আটকানোর ক্ষমতা আছে? আটকাতে পারবেন তো? কি করে আটকাবেন! আইন তো কেন্দ্রের।” একাংশ বলছেন, এতদিন যা ইচ্ছে তাই বলে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তিনি এটাও হয়ত ভুলে গিয়েছিলেন যে, এই আইনটা কেন্দ্রীয় সরকারের আইন। আর সেটা তিনি মানবেন না বললেই কিছু এসে যায় না। বরঞ্চ দেশের আইন সকলকে মানতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত শুধরে দিয়ে তার এই অযাচিত বিরোধীতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন অমিত শাহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -