এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুজোর মুখে বাংলায় নতুন করে ফিরে এল CAA বিতর্ক! বিজেপি সাংসদের বক্তব্যে শুরু তুমুল জল্পনা

পুজোর মুখে বাংলায় নতুন করে ফিরে এল CAA বিতর্ক! বিজেপি সাংসদের বক্তব্যে শুরু তুমুল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিছুদিন আগে থেকেই তোলপাড় সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। মাঝে করোনা ভাইরাসের কারণেই এই ইস্যু নিয়ে শাসক-বিরোধী তরজা কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। কিন্তু এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নয়া বক্তব্য পেশ করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যেখানে মতুয়াদের যাতে নাগরিকত্ব দেওয়া হয়, তার জন্য আবেদন জানাতে দেখা গেল তাকে।

বলা বাহুল্য, সম্প্রতি রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল। আর এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিজের বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

সূত্রের খবর, মঙ্গলবার কাটোয়ার একাইহাটে মতুয়াদের একটি সম্মেলনে উপস্থিত হন হেভিওয়েট এই বিজেপি সাংসদ। আর সেখানেই মতুয়াদের স্বপক্ষে আওয়াজ তোলেন তিনি। শান্তনু ঠাকুর বলেন, “ভোট দেওয়ার ক্ষমতা থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না। পার্লামেন্টে নাগরিকত্ব বিল অনুমোদন হয়েছে। আমরা চাইছি, আগামী নির্বাচনের আগে মতুয়া তথা সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই কেন্দ্রীয় সরকারের কাছে এদিনের সভায় থেকে একটি আবেদন করেন বনগাঁর বিজেপি সাংসদ। তিনি বলেন, “এত বছর ধরে মতুয়াদের কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তৃণমূল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবার দিন পাল্টেছে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছি, নাগরিকত্ব বিল প্রয়োগ করে মতুয়া ও সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হোক।”

তবে মতুয়াদের স্বপক্ষে বিজেপি সাংসদ তুললেও, তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল-সিপিএম। এদিন এই প্রসঙ্গে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, মতুয়ারা এদেশের নাগরিক। বিজেপি অযথা বিতর্ক তৈরি করতে চাইছে।” অন্যদিকে করোনা পরিস্থিতিতে নাগরিকত্ব নিয়ে বিজেপির জলঘোলা করতে চাইছে বলে অভিযোগ করেছেন সিপিএম নেতা অঞ্জন চট্টোপাধ্যায়।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূল ক্রমাগতভাবে বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করেছিল। যার ফলে বিজেপি কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্যে। কিন্তু এবার মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আবেদন জানিয়ে বিজেপি সাংসদ সেই সম্প্রদায়ের মানুষের মন জয় করার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!