এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ! হলফনামা দেওয়ার পর পর্ষদকে দ্রুত নিয়োগের নির্দেশ আদলতের !

চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ! হলফনামা দেওয়ার পর পর্ষদকে দ্রুত নিয়োগের নির্দেশ আদলতের !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যের শাসকদলের হেভিওয়েটেরা অভিযোগ তুলেছিলেন রাজ্য সরকার চাকরি দিতে চাইলেও আদালতের কারণে চাকরি আটকে রয়েছে । আর এই অভিযোগে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে যার পরিপ্রেক্ষিতে ক’দিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের কাছে এই প্রসঙ্গে শূন্যপদের তথ্য বিস্তারিতভাবে চেয়েছিলেন।

আজ শুক্রবার সেই তথ্য হলফনামার মাধ্যমে জমা করলেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ।সংবাদ সূত্র অনু্যায়ী জানা যাচ্ছে আজ শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হলফনামার মধ্যমে জানান রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদের বিস্তারিত।দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সেকেন্ডারিতে অর্থাৎ নবম-দশম শ্রেণির জন্য শূন্যপদ রয়েছে ১৩৫১২ টি, হাই সেকেন্ডারিতে অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শূন্যপদের সংখ্যা আছে ৫৩২৭ টি, এছাড়াও ২৩২৫ টি প্রধান শিক্ষকের পদ রয়েছে এবং প্রাথমিকের জন্য শূন্যপদ রয়েছে ৩,৯৩৬টি  ।তবে এদিনের এই হলফনামায় আদালতের নির্দেশে কত নিয়োগ আটকে রয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ্য করা নেই বলে জানা যাচ্ছে । 

এদিন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এই তথ্য পাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতের নির্দেশ দিল অবিলম্বে ৩৯৩৬ টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়ে মেধাতালিকায় যারা আছেন তাদের র‍্যাঙ্ক এবং প্রাপ্য নম্বর প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও জানান হয়েছে, ভবিষ্যতে যদি কোনও শূন্যপদ সৃষ্টি হয় তাহলে নিয়োগের আগে তাঁদের প্রাপ্য নম্বর এবং মেধাতালিকায় তাঁদের রাঙ্কিং কত তা বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করতে হবে এবং শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হলফনামা দিয়ে জানাবেন কবে শূন্যপদে নিয়োগ করবেন। সব মিলিয়ে এখন দেখার বিষয় আদালতের নির্দেশে সরকার কত দ্রুত নিয়োগ পক্রিয়া করে হয় সেদিকে তাকিয়ে চাকরীপ্রার্থীরা । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!