এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ – ৩ রা আগস্ট জোড়া ফলায় বিদ্ধ করবেন তৃণমূলকে?

আবার দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ – ৩ রা আগস্ট জোড়া ফলায় বিদ্ধ করবেন তৃণমূলকে?


আগামী ৩রা আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে দুর্নীতি সংক্রান্ত মামলায় রায় বেরনোর দিনই কলকাতার রানি রাসমণি রোডে মহা যুব সম্মেলন মঞ্চে ভাষণের দিন ঠিক করল বিজেপি। বিজেপির এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার একই দিনে ঘাসফুল শিবিরকে জোড়া ধাক্কা দিয়ে রাজনৈতিক আক্রমণকে আরও শাণিত করতে চাইছে বিজেপি। ঠিক হয়েছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ওইদিন রানি রাসমণি রোডের মঞ্চ থেকে মৌখিক আক্রমন ছুঁড়ে দেবেন তৃণমূল নেত্রীর দিকে।

প্রসঙ্গত গত ২৮ জুন পুরুলিয়ার সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। তাঁরই সুরে সুর মিলিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৬ জুলাই মেদিনীপুরের সভায়। যদিও এর পাল্টা জবাব কিছু আসেনি ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে। সফরসুচী বলছে বিজেপি সর্বভারতীয় সভাপতি ২ আগস্ট কলকাতায় এসে প্রথমে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন, পরের দিন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ধর্মতলার মঞ্চ থেকে দলীয় কর্মীদের বার্তা দেবেন তিনি। কিন্তু আগামী ৩ আগস্ট অমিত শাহের উপস্থিতিতে প্রথমে বিধানসভা ঘেরাও ও পরে বদলী কর্মসূচি নবান্ন অভিযানের থেকে কেন পেছিয়ে এল বিজেপি?

এক নেতার মতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ওই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের আসনের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন শাসকদলের প্রার্থীরা। রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এই দাবিতে বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে। ৩ আগস্ট দেশের সর্বোচ্চ আদালতে সেই মামলার রায় হওয়ার সম্ভাবনা। তাই ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানিতেও বিচারপতিরা এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বিজেপির আশা ৩ আগস্ট আদালত ফের ওই আসনগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিলে, তা অমিত শাহের কাছে তুরুপের তাস হয়ে উঠবে। এ প্রসঙ্গে যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন, কেরলের পরে মোর্চার কোনও অনুষ্ঠানে এনিয়ে দ্বিতীয়বার সর্বভারতীয় সভাপতি যোগ দিতে আসছেন। রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের জন্য শাসকদলকে সম্পূর্ণ রূপে দায়ী করে তিনি বলেন সরকারি ক্ষেত্রে কোনও নিয়োগ হচ্ছে না। রাজ্যের যুবক-যুবতীরা ভিক্ষার নামে যুবশ্রী-কন্যাশ্রী চান না, তাঁরা নিজেদের যোগ্যতায় আত্মসম্মানের সঙ্গে রোজগার করতে চান। জানা গিয়েছে, অমিত শাহের পাশাপাশি ওই দিনের সভায় হাজির থাকবেন বিজেপি’র সর্বভারতীয় যুব মোর্চার সভানেত্রী পুনম মহাজন। বিজেপির সম্প্রতি পূর্বতন আক্রমণগুলির সেভাবে জবাব না দিলেও এবারের সভার পর ঘাসফুল নেত্রী কি জবাব দেন সেটাই দেখার। বিশেষত ওইদিন আদালতের রায়ের পর রাজ্য সরকারের পায়ের জমি কতটা শক্ত থাকে তার ওপর নির্ভর করছে অনেক কিছু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!