এখন পড়ছেন
হোম > খেলা > তিন প্রধানকে পিছনে ফেলে লীগ শীর্ষে কে? কলকাতা লীগ টেবিলের শেষ অবস্থা কি দাঁড়াল?

তিন প্রধানকে পিছনে ফেলে লীগ শীর্ষে কে? কলকাতা লীগ টেবিলের শেষ অবস্থা কি দাঁড়াল?


বিশ্বকাপ শেষ – এবার শুরু বাঙালির নিজস্ব আবেগের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ। মেসি-রোনাল্ডো ছেড়ে বাঙালি এবার ব্যস্ত মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের খুঁটিনাটি নিয়ে। লাল-হলুদ শিবির আটে আট করবে – নাকি সবুজ-মেরুন শিবির কাটাবে আট বছরের খরা – নাকি ওস্তাদের মার দেবে সাদা-কালো ব্রিগেড – এই নিয়ে জল্পনার অন্ত নেই কলকাতা ময়দানে।

আর তাই সেই দুর্ধর্ষ লড়াইয়ের ওঠানামার গতিপ্রকৃতি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছে প্রিয় বন্ধু মিডিয়া। প্রতি দিনের শেষে কি দাঁড়াল কলকাতা প্রিমিয়ার ডিভিশনের শেষ চিত্র – তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার প্রয়াস চালাব আমরা। আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে দুটি খেলা ছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রথম ম্যাচটি ছিল পিয়ারলেসের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের। ক্রোমার দুটি ও উলফের করা গোলে পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে কার্যত ছেলেখেলা করে পিয়ারলেস ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে কলকাতার তিন প্রধানকে পিছনে ফেলে লীগ শীর্ষে চলে গেল। দিনের অপর খেলায় মহমেডান ম্যাচের ৭৪ মিনিটে করা সুমিত দাসের একমাত্র গোলে রেনবো এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে আবার জয়ের সরণীতে ফিরল। আর আজকের এই দুটি ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা দাঁড়াল নিম্নরূপ –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!