“ক্যাম্পাসে সব সংগঠন থাকবে” যাদবপুর নিয়ে বিধানসভায় বড় মন্তব্য শিক্ষামন্ত্রীর! তৃণমূল রাজনীতি রাজ্য March 19, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। যে তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ উঠতো যে, তারা কোনো কলেজে বিরোধীদের ঢুকতে দেয় না, যাদবপুরের ঘটনার পর সেই তৃণমূলের নেতা-মন্ত্রীদের গলায় শোনা যাচ্ছে সমস্ত সংগঠনকে জায়গা দেওয়ার কথা। আর এবার সেই ব্যাপারেই বিধানসভায় বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেখানেই তিনি বলেন, “কলেজ বিশ্ববিদ্যালয়ে সবাই থাকবে। যাদবপুরে যেমন এসএফআই আছে, অন্যান্য বামপন্থী সংগঠন আছে। আমরা কথা বলতে পারব না, কথা বলতে গেলে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, এমনটা কাম্য নয়। ক্যাম্পাসে এবিভিপি থাকবে, টিএমসিপি থাকবে, এমনকি আইএসএফও যদি থাকে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই গণতান্ত্রিক পরিসরেই বিশ্বাস করি।” আর এখানেই বিরোধীদের প্রশ্ন, যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন সেভাবে নেই বলেই কি এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর? রাজ্যের অন্যান্য কলেজগুলিতে যখন বিরোধীদের ঢুকতে দেওয়া হয় না, তখন কি তিনি নিজের একই অবস্থান রাখবেন, নাকি তখন ঘুরে যাবে তার কথা? নিজের দলের ছাত্র সংগঠন যাদবপুরে কম শক্তিশালী বলেই কি শিক্ষামন্ত্রীর গলায় এই গণতান্ত্রিক শিষ্টাচারের কথা? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -