এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ক্যান্সার চিকিৎসায় এবার বড়োসড়ো ঘোষণা মমতা ব্যানার্জ্জীর, জেনে নিন

ক্যান্সার চিকিৎসায় এবার বড়োসড়ো ঘোষণা মমতা ব্যানার্জ্জীর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই চিকিৎসার ক্ষেত্রে দেশের বিভিন্ন শহরের নাম সামনে আসে। যেমন- ভেলোর, মুম্বাই, ব্যাংগালোর। ক্যান্সার চিকিৎসায় বরাবরই মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ভিড় জমে অন্যান্য রাজ্য থেকে। বাদ নেই পশ্চিমবঙ্গও। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করলেন নতুন ঘোষণা। রাজ্যের মানুষ যাতে রাজ্যে থেকেই ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন, তার জন্য এবার টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের সমন্বয়ে তৈরি হতে চলেছে দুটি ক্যান্সার হাসপাতাল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসা করাতে মুম্বাইতে না গিয়ে রাজ্যের মানুষ এবার থেকে এ রাজ্যেই চিকিৎসা করাতে পারবেন। তার জন্য কলকাতা এসএসকেএম-এ একটি ক্যান্সার হাসপাতাল তৈরি হতে চলেছে, এবং অন্যটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হবে। এই দুটি হাসপাতালেই মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে মতন সুবিধা প্রদান করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী এ দিন জানান, মুম্বাইতে চিকিৎসা করাতে গিয়ে রাজ্যের অনেক মানুষকেই অসুবিধার মুখে পড়তে হয়, কারণ সেখানে থাকা খাওয়া বা যোগাযোগের অসুবিধা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপরন্তু ডাক্তার দেখানোর ক্ষেত্রেও নানান অসুবিধা সামনে আসে। তাই চিন্তাভাবনা করে টাটা মেমোরিয়ালের সঙ্গে রাজ্য সরকার যোগাযোগ স্থাপন করে এবং তারপরই রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত আজকে নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকার যে এবার রাজ্যবাসীর জন্য দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে, সে খবর দেন।

খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যবাসীকে অনেকটাই নিশ্চিন্ত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যখন ভুয়ো ভ্যাক্সিনেশন কাণ্ড নিয়ে প্রায় প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে, এবং তার ফলে বিপাকে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। অন্যদিকে রাজ্য সরকারকে এই নিয়ে কোণঠাসা করতে উদ্যত বিরোধী শিবির, সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই ঘোষণা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!