এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চাঁদের পাহাড় নয়, টাকার পাহাড় সিনেমা দেখালো তৃণমূল ! সভা থেকে বেনজির কটাক্ষ এই হেভিওয়েটের !

চাঁদের পাহাড় নয়, টাকার পাহাড় সিনেমা দেখালো তৃণমূল ! সভা থেকে বেনজির কটাক্ষ এই হেভিওয়েটের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ইডি’র অভিযান তল্লাশির পর গত শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতার বাড়িতে থেকে ২১ কোটি অর্থ সহ মোটা অঙ্কের গহনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি । যাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড় অবস্থা । ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ।

প্রসঙ্গ উল্লেখ্য যে এদিনের এই ঘটনার পরেই সরব হয়ে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর এমত পরিস্থিতিতে এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করে একহাত নিলেন বিজেপির  হেভিওয়েট নেতা রাহুল সিনহা ।গত রবিবার বিজেপির ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভায় আসেন বিজেপি নেতা , যেখানে থেকেই রাজ্যের শাসকদকে একহাত নিয়ে ধুয়ে দিলেন রাহুল সিনহা।

এদিন সভায় এসে তিনি পার্থ-অর্পিতা কেলেঙ্কারি নিয়ে জানান  “চাঁদের পাহাড় সিনেমা শুনেছি কিন্তু টাকার পাহাড়ের বাস্তব সিনেমা তৃণমূলই পশ্চিমবঙ্গকে দেখাল। চাঁদের নয় টাকার পাহাড় চলছে এ রাজ্যে , যার প্রডিউসার খোদ মমতা ও ডিরেক্টর তৃণমূল ।” অর্থাৎ এদিনে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর উদ্ধার হাওয়াই মেদিনীপুরের সভা থেকে  বিরোধী দলের নেতা রাহুল সিনহা রাজ্যের শাসকদল কে তীব্র কটাক্ষ করার পাশাপাশি শাসকদকের হেভিওয়েট নেতৃতদের অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিলেন তা বলার অপেক্ষা রাখে না ।তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!