এখন পড়ছেন
হোম > রাজ্য > উন্নয়নের ‘জোরে’ বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী ‘ভুলে’ গেলেন কথা থেকে কোথায় গেলেন!

উন্নয়নের ‘জোরে’ বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী ‘ভুলে’ গেলেন কথা থেকে কোথায় গেলেন!

এবার মালদায় উন্নয়নের জোয়ারে ভেসে তৃণমূলে যোগ দিলেন মালদহের রতুয়ার ২ ব্লকের বাহারালে বিজেপি প্রার্থী পায়েল ঘোষ। কিন্তু উন্নয়নের ‘জোরে’ বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী ‘ভুলে’ গেলেন কথা থেকে কোথায় গেলেন! বিজেপি প্রার্থী হয়ে পায়েল ঘোষ নিজের সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছিলেন কিন্তু এদিন বিতর্ক বাড়িয়ে তিনি শাসকদলে যোগদান করেন। আর সেখানে গিয়েই সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের বিতর্ক উস্কে দিয়ে বলেন “আমি পায়েল ঘোষ। বিজেপি -র হয়ে দাঁড়িয়েছিলাম। নিজের ইচ্ছামতো তৃণমূল থেকে আমি…(কিছুটা থেমে গিয়ে) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।” আর সেখানেই উঠেছে প্রশ্ন ?প্রার্থী নিজেই ভুলে যাচ্ছেন কোন দল থেকে কোন দলে যোগ দিলেন নাকি ভয়ে ভুল বলছেন। শুধু তাই নয় প্রথমে কথা ভুল বলায় তাঁকে পাশ থেকে বলে দেওয়া হচ্ছে যে কি বলতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তবে কি বিরোধীদের বক্তব্যই ঠিক যে তাদের প্রার্থীদের ভয় দেখিয়ে জোর করে দলবদল করতে বাধ্য করা হচ্ছে। এদিন দাপুটে তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে অবশ্য পায়েল ঘোষ জানান যে তিনি বিজেপিতে উন্নয়ন দেখতে পাননি বলেই স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিলেন তৃণমূলের উন্নয়ন দেখে। প্রসঙ্গত, দাপুটে তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের বিবি তৃণমূল প্রার্থী। এদিন পায়েল ঘোষ জানান যে তিনি তৃণমূল প্রার্থীর হয়েই প্রচার করবেন। অবশ্য তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।মহম্মদ ইয়াসিন এদিন জানান যে পায়েল ঘোষ ও তাঁর পরিবার নিজে থেকে এসে বিজেপি ছেড়ে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের যোগ দিতে চেয়েছেন স্বেচ্ছায়। সাথে পায়েলের পরিবার দাবি করেছেন যে বিজেপি ভুল বুঝিয়ে তাদের প্রার্থী করেছিল। বিজেপির তরফ থেকে এখনো এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!