এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রার্থী নিয়ে চরম মতানৈক্য, কড়া বার্তা তৃনমূলের! জেনে নিন!

প্রার্থী নিয়ে চরম মতানৈক্য, কড়া বার্তা তৃনমূলের! জেনে নিন!

প্রায় সব নির্বাচনেই তৃণমূলের পক্ষ থেকে কারা প্রার্থী হবে, তা নিয়ে তৈরি হয় মতানৈক্য। দলের অন্দরে তৈরি হওয়া সেই জটিলতার সমাধান করতে কার্যত প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় তৃণমূল নেতৃত্বের। যার ফলে বিধানসভা থেকে লোকসভা, অনেক ক্ষেত্রেই দলের ঠিক করে দেওয়া প্রার্থীকে মানতে না পেরে বিক্ষোভ করেছে দলের একাংশ।

এমনকি ভোট বাক্সে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করিয়ে দলের একাংশ সেই প্রার্থীকে হারিয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু পৌরসভার মত নির্বাচনে যাতে এই সমস্যা তৈরি না হয়, তার জন্য এবার দলের সমস্তস্তরের নেতৃত্বদের কড়া বার্তা দিতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, রাজ্যের প্রায় 102 টির মত পৌরসভার ভোট আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে বলে খবর রয়েছে। সেদিক থেকে তৃণমূলের তরফে কারা প্রার্থী হবেন, তা নিয়ে সেই সমস্ত কাউন্সিলরদের ভাবমূর্তি যাচাই করছে প্রশান্ত কিশোরের টিম। আর তারাই একদম নিচুতলায় গিয়ে সাধারণ মানুষের জনমত নিয়ে সেই কাউন্সিলরদের ভবিষ্যৎ বা তাদের টিকিট দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন পরিস্থিতিতে আদৌ তৃণমূলের বর্তমান কাউন্সিলর টিকিট পাবেন কিনা বা পেলেও কতজন টিকিট পাবেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে। তবে যদি সেই সমস্ত বর্তমান কাউন্সিলররা দলের টিকিট না পান, তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। তাই সেদিক থেকে সেই সমস্ত ব্যক্তিরা যাতে দলের বিরুদ্ধে না যান এবং প্রার্থী নিয়ে যাতে কোনরকম অসন্তোষ প্রকাশ্যে না আসে, তার জন্য এবার কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছে পৌরসভার ভোটে টিকিট প্রত্যাশীদের বায়োডাটা। এমনকি এই বাছাইয়ের প্রক্রিয়া শেষ করে সেই বায়ো ডাটা তালিকা বিভিন্ন জেলার জেলা নেতৃত্ব কে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে প্রার্থী নিয়ে এরপরেও যদি কোনো বিরোধ থাকে তাহলে তা স্থানীয় স্তরে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

অর্থাৎ পৌরসভার মত ভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ যাতে প্রকাশ্যে না আসে এবং তার নিয়ে যাতে দল বিড়ম্বনায় না পরে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। তবে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে কড়া নির্দেশ দেওয়ার পরেও তা কতটা মানে দলের নেতাকর্মীরা, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!