এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রার্থী না পছন্দ হওয়ার জের? বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান ঘিরে উঠছে নানান প্রশ্ন

প্রার্থী না পছন্দ হওয়ার জের? বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান ঘিরে উঠছে নানান প্রশ্ন


করিমপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন জয়প্রকাশ মজুমদার । আগেই জল্পনা ছড়িয়েছিলো এই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন নদীয়ার করিমপুর থেকে প্রার্থী হতে পারেন জয়প্রকাশ মজুমদার বা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আর সেই জল্পনাকে সত্যি করে প্রার্থী হয়েছেন জয়প্রকাশ মজুমদার।

কিন্তু গতকালই প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বড়সড় ধাক্কা খেলো বিজেপি. যার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলে। জানা যাচ্ছে বিবার সকালেই বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মহম্মদ রাজেশ বিশ্বাস-সহ প্রায় তিনশো বিজেপি কর্মী গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলেদেন সাংসদ মহুয়া মৈত্র।

দলে যোগ দেওয়ার পর মহম্মদ রাজেশ জানান, ‘বিজেপির অন্দরে একাধিক সমস্যা রয়েছে। দলে থেকেও কোণঠাসা হয়ে পড়ছিলাম। গোষ্ঠীকোন্দলের সম্মুখীনও হতে হচ্ছিল। দলের সমস্ত সিদ্ধান্তে সহমতও হয়ে পারছিলাম না। সেই কারণেই দলছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই উঠছে প্রশ্ন কেন প্রার্থী ঘোষণা হবার পরেই বিজেপি ছাড়লেন কর্মীরা ? তবে কি প্রার্থী নিয়ে অন্দরে চলছে বড়সড় বিবাদ? অন্যদিকে খড়্গপুর উপনির্বাচনের জন্য প্রেমচাঁদ ঝাঁ -কে বেছে নিয়েছে গেরুয়া শিবির।এনাকে নিয়েই দলের অন্দরে যথেষ্ঠ ক্ষোভ আছে বলে জানা গেছে। আর সেই নিয়েই প্রশ্ন উঠছে যে তাহলে কি জয়প্রকাশবাবুকে নিয়েও দলের অন্দরে ক্ষোভ রয়েছে।

যদিও তবে দলত্যাগ প্রসঙ্গে বিজেপি নেতা নিলয় সাহা স্পষ্ট ভাষায় বলেন, এই দলত্যাগের প্রভাব কোনওভাবেই উপনির্বাচেনর ফলাফলে প্রভাব ফেলবে না। তবুও কারণ নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আর রাজনৈতিকমহলের দাবি এই নিয়ে তৃণমূল নতুন করে প্রচারে ঝড় তুলবে।এখন দেখার বিজেপি কিভাবে আসর মাতায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!