এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজই কি ঘোষনা প্রার্থীর? কে পাচ্ছেন টিকিট? তীব্র জল্পনা গেরুয়া শিবিরের অন্দরমহলে

আজই কি ঘোষনা প্রার্থীর? কে পাচ্ছেন টিকিট? তীব্র জল্পনা গেরুয়া শিবিরের অন্দরমহলে


 

লোকসভা নির্বাচনে 18 টি আসন দখলের পর বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। আগামী 2021 এর বিধানসভা নির্বাচন তাদের কাছে মূল টার্গেট বলেও তারা জানিয়ে দিয়েছিল। সেই মত দলীয় স্তরে সংগঠনকে চাঙ্গা করতে নানা প্রস্তুতিও নিতে শুরু করেছিল গেরুয়া শিবির।

আর এরই মাঝে করিমপুর, খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন এসে পড়ল। যা আগামী বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট হিসেবেই পরিণত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গেছে, আগামী 25 নভেম্বর এই তিন কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই বাম- কংগ্রেস জোটের তরফে যেমন প্রার্থী ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনই প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিরোধী দল হিসেবে উঠে আসতে দেখা গেলেও তারা এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ধন্দ। কিন্তু এই বিধানসভা উপনির্বাচনের মনোনয়নপত্র পেশ করার শেষ দিন তো 6 নভেম্বর। যত দিন যাচ্ছে, ততই তো সেই সময় এগিয়ে আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কবে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করবে! যখন বিভিন্ন মহলে এসব জল্পনা চলছে, ঠিক তখনই বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আজ শনিবার বিজেপি তাদের কালিয়াগঞ্জের প্রার্থী ঘোষণা করতে পারে। কিন্তু কে হবে বিজেপির প্রার্থী!

বস্তুত, কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় মারা যাবার কারণেই এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। যেখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কে। তাঁকে সমর্থন করছে বামেরা। অন্যদিকে তৃণমূলও ওই কেন্দ্রে প্রার্থী করেছে তপন দেব সিংহকে। তবে এখনও পর্যন্ত বিজেপি এই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

কেননা লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপি দখল করেছিল। আর সেই দল নির্বাচনের প্রথম প্রক্রিয়া প্রার্থী দেওয়াতেই অনেকটা পিছিয়ে থাকায় বিশ্লেষকদের মনে নানা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে আজ বিজেপি তরফে এই কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে খবর পাওয়া গেল। তবে কে হবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী!

দলীয় সূত্রের খবর, বিজেপির একাংশ বলছেন, তাদের দল সর্বভারতীয় দল। এইভাবে প্রার্থী করা যায় না। দলীয় শৃঙ্খলা, অনুশাসন মেনে সঠিক এবং যোগ্য লোককেই প্রার্থী করা হবে। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “শনিবার আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমরা এই আসনে জিতবই।”‌ তবে কি হয় শেষ পর্যন্ত, তা প্রমাণ হবে ভোটবাক্স খোলার পর। কিন্তু আজ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয় কিনা এবং তাতে কোনো চমক থাকে কিনা, সেদিকেই নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!