এখন পড়ছেন
হোম > রাজ্য > কোন অঙ্কে কে তৃণমূলে রাজ্যসভার টিকিট পেলেন? কেন বিশিষ্টজন এড়ালেন মুখ্যমন্ত্রী?

কোন অঙ্কে কে তৃণমূলে রাজ্যসভার টিকিট পেলেন? কেন বিশিষ্টজন এড়ালেন মুখ্যমন্ত্রী?

কে হবে তৃণমূল মনোণীত রাজ্যসভার প্রার্থী , অবশেষে এই জল্পনার অবসান হলো। এদিন নজরুল মঞ্চে দলের কোর কমিটির বৈঠকে প্রার্থী ঘোষণা তিনি। রাজ্যসভার প্রার্থী বাছাইয়ে সাংগঠনিক ভূমিকাকেই গুরুত্ব দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের চার আসনের তিনটিতে মনোনীত করলেন যথাক্রমে শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও আবির বিশ্বাসকে। অন্য আসনটিতে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন পেলেন নাদিমুল হক। নাম ঘোষণার পরে জানালেন ”দলের পতাকা নিয়ে যাঁরা কাজ করেছেন, এবার তাঁদের প্রার্থী করা হয়েছে।” মমতার ঘনিষ্ঠ শুভাশিস ছাত্র রাজনীতি ছাড়াও শ্রমিক সংগঠনে কাজে অভিজ্ঞ। শান্তনু পেশায় চিকিৎসক তৃণমূলের অন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত বহুদিন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসেও তিনি নির্দিষ্ট কিছু কাজ করে থাকেন । এমনকি তিনি যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মানুষ । ২০১১ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সাংসদ আনন্দমোহন বিশ্বাসের ছেলে আবির । গত নির্বাচনে তিনি পরাজিত হলেও যুব সংগঠনে কাজ করে থাকেন। তফসিলি হিসাবেও আবিরের মনোনয়ন গুরুত্ব পেয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!