এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গাড়ি চালকের দেহে করোনার উপসর্গ মেলায় কোয়ারেন্টাইনে বিজেপির রাজ্য সভাপতি,

গাড়ি চালকের দেহে করোনার উপসর্গ মেলায় কোয়ারেন্টাইনে বিজেপির রাজ্য সভাপতি,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পশ্চিমবঙ্গে করোনার সংকট দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজারের গন্ডি অতিক্রম করেছে। আর করোনায় মৃত্যু ঘটেছে ২৭০০ জনেরও বেশি মানুষের ।প্রতিদিন ৩০০০ এরও বেশি মানুষ নতুন করে করোনা রোগে সংক্রমিত হচ্ছেন। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। তবে করোনা মুক্ত হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরছেন অনেকেই।

করোনার থাবা থেকে সাধারন মানুষ তো বটেই রেহাই মিলছে না সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও। প্রসঙ্গত ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়করা করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে আছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু , বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখরা। এঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর রাজনীতিতে পুনরায় যোগও দিয়েছেন। কিন্তু বেশ কিছু নেতা মন্ত্রী, এমএলএ, বিধায়ক ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেছেন।

এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের জনৈক গাড়িচালক বেশ কিছুদিন ধরে একাধিক উপসর্গ এ আক্রান্ত হয়েছেন। শেষ পর্যন্ত ঝুঁকি এড়াতে তার করোনা টেস্ট করানো হয়েছিল। গতকাল তাঁর রিপোর্ট আসে। রিপোর্টে দেখা যায় যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ডাক্তারের পরামর্শ মেনেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হোম কোয়ারান্টিনে চলে গিয়েছেন ডাক্তারের নির্দেশ মেনে কলকাতার নিউটাউনের বসতবাড়িতে তিনি হোম কোয়ারান্টিন নিয়েছেন। আবার তাঁর এক নিরাপত্তারক্ষী ও এক পরিচারিকার দেহেও জ্বর সহ করোনার একাধিক উপসর্গ পাওয়া গেছে। এ কারণে আজ সোমবার সভাপতি সহ সকলকেই করোনা টেস্ট করানো হবে, এমনটাই সূত্রে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, আজ সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় অরিন্দম সহ আরো বেশ কিছু কিছু নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকের কথা শোনা গিয়েছিল। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি হোম করেন্টিন চলে যাওয়ায় সমস্ত বৈঠক বাতিল করা হলো বলে রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয়েছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!