এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রানিগঞ্জ কাণ্ডের জের: বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

রানিগঞ্জ কাণ্ডের জের: বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

রামনবমী পালন উপলক্ষে অশান্ত হয়ে ওঠে আসানসোলের রানিগঞ্জ। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা, কলকাতা থেকে ৩ আইপিএস অফিসারের নেতৃত্ত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়, শুরু হয় রুটমার্চ, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে এলাকায় যাওয়ার চেষ্টা করেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু আজ সকালে ১৪৪ ধারা অমান্য করে দলীয় কর্মী, অনুগামীদের নিয়ে আসানসোলে ঢোকার চেষ্টা করেন তিনি। পুলিশ বাধা দিলে রীতিমত ধস্তাধস্তি শুরু হয়ে যায়, পুলিশি বাধা পেরিয়েই এলাকায় ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু কোনো পরিস্থিতিতেই পুলিশ তাঁকে সেখানে ঢুকতে দেয় নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানান, আসানসোলের পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ। সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আমার কথা হয়, আসানসোলের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। একজন স্থানীয় সাংসদ হিসাবেই সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে যেতে চেয়েছিলাম। কিন্তু বিনা কারণেই পুলিশ আমাকে বাধা দিয়েছে। আর এরপরেই ১৪৪ ধারা অমান্য করে আসানসোলের ঢোকার চেষ্টা, পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি, পুলিসকে নিগ্রহ ও হেনস্থা করা, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ। সূত্রের খবর, বিকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আসানসোলের পরিস্থিতির বিবরণ দিয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, আসানসোল উত্তর, পশ্চিম, ও রানিগঞ্জ এলাকায় আগামী ৩১ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!