পুলিশকে খুনের হুমকি দেওয়ায় মামলা রুজু মমতার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিশেষ খবর রাজ্য April 16, 2018 বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে শাসকদলের ‘লাগামহীন সন্ত্রাসের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত শুক্রবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি নিয়েছিল প্রদেশ কংগ্রেস। সেই অনশন কর্মসূচিতে নেতৃত্ত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, রেজিনগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির সহ একঝাঁক শীর্ষ কংগ্রেস নেতা। সেখান থেকেই বিস্ফোরকভাবে প্রাক্তন তৃণমূল মন্ত্রী হুমায়ুন কবির হুমকি দেন, বিনা কারণে খুন না করে জেলে যাবো না, জেলে যদি যেতেই হয় খুন করেই যাবো। আমরা দেখছি, শাসকদলের সুরক্ষায় আছেন প্রশাসনিক আধিকারিকরা। আপনারা ভাবছেন, শাসকদলের নিরাপত্তায় থেকে যাবেন, ভুল ভাবছেন। যে সব আধিকারিক শাসকদলের দালালি করছেন, তাঁদের সরিয়ে দেব, প্রকাশ্যে বলছি, তাঁদের ওপর আক্রমণ করা হবে। তাঁদের সরিয়ে জেলে যাব, বিনা কারণে জেলে যাব না – খুন করেই জেলে যাব। সুরক্ষিত থাকতে পারবেন না – সুরক্ষিত থাকতে দেব না। সরকারি অফিসারদের বলব, এখনও সময় আছে, সমঝে চলুন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে স্বভাবতই হুমায়ুন কবিরের প্রকাশ্য মঞ্চ থেকে এহেন হুমকির পরে শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা সভাপতি সুব্রত সাহা এই হুমকির পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় জানান, কংগ্রসের কালচার জনসমক্ষে প্রমাণ হয়ে গেলো, প্রকাশ্য হুমকি দিতেও বাকি রাখছে না। হুমায়ুন কবিরের এই স্বভাবের জন্যেই তাঁকে শাসকদল থেকে বের কর দেওয়া হয়েছিলো। আমরা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আর এবার প্রকাশ্যে এইভাবে প্রশাসনের আধিকারিকদের খুনের হুমকি দেয়ার অভিযোগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু করলো বহরমপুর থানার পুলিশ। এই ঘটনার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপনার মতামত জানান -