এখন পড়ছেন
হোম > জাতীয় > মামলার শুনানি শেষ হতেই আগত রায় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির

মামলার শুনানি শেষ হতেই আগত রায় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির


বহু প্রতিক্ষিত অযোধ্যা মামলার শুনানি শেষ হলেও এখন রায় কবে বেরোবে, তার দিকেই নজর গেরুয়া শিবিরের। তবে এই ব্যাপারে রায় এখনও না আসলেও সেই রায় যে তাদের পক্ষে অত্যন্ত ইতিবাচক হবে, তা নিয়ে আশাবাদী বিজেপি নেতারা।

জানা গেছে, অযোধ্যা মামলার রায়দান নিয়ে বিজেপি এবং সঙ্ঘ পরিবারের তরফে তেমন কোনো উজ্জীবিত হওয়ার ঘটনা প্রত্যক্ষ না করা গেলেও সাক্ষী মহারাজের মত বিজেপি নেতা বলছেন, “6 ডিসেম্বর বা তার আগেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এই বছর দুবার দীপাবলী হবে। প্রভু রামের পক্ষেই রায় আসবে।”

জানা যায়, যেহেতু 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল, সেহেতু সেই দিনের কথা মাথায় রেখে এবং এই ব্যাপারে সুপ্রিমকোর্টের রায়দান হতে পারে, এই কথা চিন্তা ভাবনা করে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অযোধ্যা মামলার শুনানি শেষ হওয়ার পরই যেভাবে বিজেপি এই রামমন্দিরকে নিয়ে আশাজনক দাবি করতে শুরু করেছে, তাতে রাজনৈতিক মহলে গুঞ্জন চরম আকার ধারণ করেছে। বিজেপির দাবি, এই রায় যদি হিন্দুদের পক্ষে আসে, তাহলে উত্তরপ্রদেশে অনেকটাই রাজনৈতিক লাভ হবে।

তবে এই প্রসঙ্গে সংঘের মনমোহন বৈদ্য বলেন, “রামমন্দির রাজনৈতিক নয়, হিন্দু সমাজের আস্থার বিষয়। আদালত যেভাবে এগোচ্ছে, তাতে দ্রুত এর নিষ্পত্তি হবে।”

অন্যদিকে যে রায় আসুক না কেন, সব পক্ষই তা মেনে নেবে বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে এবার অযোধ্যা মামলার শুনানি শেষ হতেই রায়দান নিয়ে তীব্র আশা, উদ্দীপনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!