এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে ‘ফাঁসাতে’ সিবিআইকে ‘রাজনৈতিকভাবে’ ব্যবহার করেছিল কংগ্রেস! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

অমিত শাহকে ‘ফাঁসাতে’ সিবিআইকে ‘রাজনৈতিকভাবে’ ব্যবহার করেছিল কংগ্রেস! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রায়শই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলেরা অভিযোগ করে যে, বিরোধীদেরকে দমাতে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিবিআইকে ব্যবহার করছে। এমনকি এনিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে বিরোধীদের পক্ষ থেকেও চালানো হচ্ছিল লাগাতার প্রচার। তবে কংগ্রেস সহ বিরোধী দলগুলির সেই অভিযোগ কিছুটা হলেও ধাক্কা খেলো সোহরাবুদ্দিন মামলা নিয়ে চূড়ান্ত নথি প্রকাশ্যে আসার পরই।

সূত্রের খবর, গত সোমবার এই মামলার রায়ের নথি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রের বিগত ইউপিএ সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের মন্ত্রী স্মৃতি ইরানি। প্রসঙ্গত, পুলিশ রাজনীতিবিদ কোন যোগ না পেয়ে গত 21 শে ডিসেম্বর এই সোহরাবুদ্দিন মামলায় ইতি টেনে অভিযুক্ত 22 জনকে বেকসুর খালাস করে সিবিআইয়ের বিশেষ আদালত।

যেখানে গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ, তাঁর স্ত্রী কৌসর বাই এবং সোহরাবুদ্দিনের সহকারি তুলসী প্রজাপতিকে হত্যা করার জন্য গুজরাট, রাজস্থান ও অন্ধপ্রদেশের 21 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল। এমনকি যে ফার্ম হাউসে এই সোহরাবুদ্দিনকে মেরে ফেলা হয়েছিল, তাঁর মালিকও এতে অভিযুক্ত হিসেবেই ছিলেন। ফলে সেই কয়েক জন বেকসুর খালাস হয়ে যাওয়ায় এদিন কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা গেল কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীদের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এ প্রসঙ্গে তৎকালীন কেন্দ্রের শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে সিবিআইয়ের অপব্যবহারের দাবি তুলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেসের ষড়যন্ত্রের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। বিজেপি সভাপতিকে জড়াতে 2010 সালে সিবিআইয়ের অপব্যবহার করেছিল তৎকালীন শাসক দল।”

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে যেভাবে বিরোধীদেরকে সিবিআই দিয়ে চাপ দেওয়া হচ্ছে বলে শাসকের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। এদিন ঠিক সেই একই ইস্যুতে দেশের বর্তমান বিরোধী দল কংগ্রেস শাসন ক্ষমতায় থাকার সময় বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতিকে সিবিআই দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে পাল্টা বিরোধীদের প্রতিও তোপ দাগতে দেখা গেল বিজেপিকে।

তবে শুধু স্মৃতি ইরানিই নয়, কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিও। সব মিলিয়ে সোহরাবুদ্দিন মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতের নথি প্রকাশ্যে আসার পরই সরগরম হয়ে উঠল জাতীয় রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!