মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের আর্জি বিশেষ খবর রাজ্য January 19, 2018 গত ১০ নভেম্বর রানী রাসমণি রোডে দলীয় সভা থেকে বিশ্ববাংলা লোগো নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি নথি দেখিয়ে দাবি করেন রাজ্য সরকারের ব্যবহার করা বিশ্ববাংলা লোগো আদতে রাজ্য সরকারের সম্পত্তিই নয়, তা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। পরে এই দাবি উড়িয়ে দেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকবাবু একধাপ এগিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে এই নিয়ে ‘মানহানির’ অভিযোগে দু-দুটি মামলা করেন। মুখ্যমন্ত্রীও বিধানসভায় বিবৃতি দেন, কেউ কেউ এই নিয়ে কুত্সা রটাচ্ছে, কিন্তু বিশ্ব বাংলা লোগো, নাম আমার তৈরি। ২০১৩ সালে এই লোগো তৈরি করি, রাজ্য সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতদিন ইচ্ছা তা ব্যবহার করবে, রাজ্য সরকার কোনওদিন ছেড়ে দিলে, তা আমার কাছে ফিরে আসবে। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়েনি। উল্টে মুকুল রায় দাবি করেছেন, মুখ্যমন্ত্রী লোগো ব্যবহারের অনুমতি রাজ্যকে দিলেও কী ভাবে তাঁর ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোগোর মালিকানা চেয়ে আবেদন করতে পারেন? দ্বিতীয়ত, এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে হওয়া মুখ্যমন্ত্রীর চুক্তি প্রকাশ্যে আনা হচ্ছে না কেন? আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সিবিআই ও ইডি তদন্তের দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাটি করেছেন কলকাতার নিউটাউনের বাসিন্দা শমীক দাশগুপ্ত এবং হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সর্বজিত্ রায়। তাঁদের হয়ে মামলাটি লড়ছেন বিজেপি লিগ্যাল সেলের আহ্বায়ক পার্থ ঘোষ। যদিও তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলীয় দায়িত্ব থাকলেও এই মামলা আমি ব্যক্তিগত ভাবেই লড়ছি। অন্যদিকে মুকুল রায়ের আইনজীবী সোম মন্ডল জানিয়েছেন, আমি এই মামলায় জড়িত নই তবে, বিষয়টা জানি, আর এরকম মামলা আরও হবে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং নথি তিনরকম কথা বলছে, যথাযথ তদন্ত হয়ে সত্য সামনে আসা দরকার। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায় নি। আপনার মতামত জানান -