এখন পড়ছেন
হোম > রাজ্য > সিবিআইয়ের ডামাডোল চললেও লোকসভার আগে জল্পনা বাড়িয়ে রোজভ্যালি তদন্তে গতি আনছে ইডি

সিবিআইয়ের ডামাডোল চললেও লোকসভার আগে জল্পনা বাড়িয়ে রোজভ্যালি তদন্তে গতি আনছে ইডি


সম্প্রতি সিবিআইয়ের দুই শীর্ষ কর্তার দ্বন্দ্বে অনেকেই ভেবেছিল যে, তাহলে চিটফান্ড তদন্তের গতিতে হয়তো ফের ঢিল পড়বে। কিন্তু অলক ভার্মা এবং রাকেশ আস্তানার মধ্যে প্রবল দ্বন্দ্বে সিবিআই জেরবার হলেও এবার চিটফান্ড সংস্থাগুলির তদন্তে একধাপ এগোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, রোজভ্যালি কান্ড নিয়ে ফের নড়েচড়ে বসতে শুরু করেছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রোজভ্যালির সমস্ত সম্পত্তি বেশ কিছুদিন আগেই বাজেয়াপ্ত করে নিয়েছিল ইডি। কিন্তু এদিন সেই রোজভ্যালিরই তিনটি জমি এবং অফিস নিজেদের হেফাজতে চেয়ে একটি নোটিশ লাগিয়ে দেয় কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, এদিন সেক্টর ফাইভ সহ রোজভ্যালির তিনটি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এমনকি এই রোজভ্যালির যে টিভি চ্যানেল চলত সেখানেও এদিন হানা দেন ইডি আধিকারিকরা। বিশেষজ্ঞদের ধারণা, লোকসভা নির্বাচনের আগেই তিনি তৎপরতা আদতে রাজ্যের শাসকদল তৃণমূলকেই চাপে ফেলার কৌশল। কেননা সারদা নারদা, রোজভ্যালি সহ বেশ কিছু চিট ফান্ড কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। ফলে প্রবল বিজেপি বিরোধী সেই তৃণমূলকেই চাপে রাখতে কেন্দ্রের এই ইডি তৎপরতা।

এদিকে শুধু রোজভ্যালির অফিসে তল্লাশিই নয়, এদিন ইডির অফিসের ইমেইল নকল করে বিভিন্ন অপরাধমূলক কাজ করার ঘটনায় নিউ টাউনের এক বাসিন্দার বিরুদ্ধে বিধান নগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা গেছে, অভিযুক্ত বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলার পাশাপাশি অনেককে ভুয়ো নোটিশও পাঠাতো। এদিন সেই ঘটনাতেও বিধান নগর সাইবার থানায় অভিযোগ দায়ের করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা ভোট।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই এখন রোজভ্যালি, সারদা, নারদার মত ইস্যুগুলোকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলবে বিজেপি। এমনকি সম্প্রতি যেভাবে বাংলার বিজেপি নেতারা একের পর এক তৃণমূল নেতাদের জেলে পোড়ানোর হুমকি দিয়েছেন এদিন ইডির পদক্ষেপে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!