এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরদার চ্যানেলকে কোটি কোটি টাকা দিয়েছেন কেন মুখ্যমন্ত্রী? সিবিআইয়ের একাধিক প্রশ্নে – আবারো ‘ফাইল হারিয়ে’ গেল!

সরদার চ্যানেলকে কোটি কোটি টাকা দিয়েছেন কেন মুখ্যমন্ত্রী? সিবিআইয়ের একাধিক প্রশ্নে – আবারো ‘ফাইল হারিয়ে’ গেল!

রাজ্যের বিভিন্ন চিটফান্ড মামলায় এতদিন ভেসে উঠছিল বিভিন্ন প্রভাবশালীর নাম – কিন্তু এবারে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিবিআইয়ের হলফনামায় সরাসরি প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। গত ১৮ ই ফেব্রুয়ারী সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে একটি ৮০ পাতার অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হয় সেখানে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মারাত্মক দুটি অভিযোগ জমা পড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে।

প্রথম অভিযোগ, সিবিআই আধিকারিকদের তদন্তে নাকি উঠে এসেছে সারদা ফাঁস হওয়ার পর এবং সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর ২০১৩ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ২৩ মাস ধরে সারদা গোষ্ঠীর মালিকানাধীন তারা টিভির কর্মীদের বেতন বাবদ প্রতি মাসে ২৭ লাখ টাকা করে মোট ২৩ মাস ধরে প্রায় ৬ কোটি ২১ লাখ টাকা সরাসরি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছে। এই সূত্র পাওয়ার পরেই, ২০১৮ সালের ১৬ ই অক্টোবর রাজ্যের মুখ্যসচিবের কাছে সিবিআই জানতে চায়, কার নির্দেশে এবং কী ভাবে ওই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারি কোষাগার থেকে? যার উত্তর এখনও পর্যন্ত জানান নি মুখ্যসচিব বলে দাবি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয় অভিযোগটি হল, তৃণমূল নেত্রীর আঁকা ছবি নিয়ে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, সিবিআইয়ের স্পষ্ট অভিযোগ – তৃণমূল নেত্রীর আঁকা প্রায় সাড়ে ছ কোটি টাকার ছবি বিক্রি হয়েছিল যার বড় আংশই কিনেছেন বিভিন্ন চিট ফান্ড সংস্থার ডিরেক্টর, মালিকরা। এই আর্থিক লেনদেনের পিছনে কি রাজ্যের প্রভাবশালীদের যোগ সূত্র আছে? নাকি, চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত এড়াতেই ওই ছবি কেনা হয়েছিল? ওই হলফনামাতেই নাকি প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

অর্থাৎ, সিবিআইয়ের হলফনামাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিলে সরাসরি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সরদার টিভি চ্যানেলকে দেওয়া টাকা ও তৃণমূল নেত্রীর আঁকা ছবি নিয়ে তদন্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। তবে এখানেই শেষ নয়, সূত্রের খবর ৮০ পাতার ওই হলফনামার সঙ্গে মোট ২২ টি নথিও জমা দিয়েছে সিবিআই। একইসঙ্গে, আরও দুটি অভিযোগ জানানো হয়েছে। প্রথমত, ২০০৯ সালেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে নাকি রাজ্যকে চিটফান্ড নিয়ে সতর্ক করা হয়েছিল – সেই সতর্কবাণী পাওয়ার পর রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছিল, এই নিয়ে নাবান্নকে বারবার চিঠি দেওয়া হলেও, আজ পর্যন্ত নাকি তার কোনো উত্তর নবান্ন পাঠায় নি।

এর পাশাপাশিই, দুই সাংসদ (তারমধ্যে একজন তৃণমূল সাংসদ) চিটফান্ড নিয়ে তাঁদের অভিযোগপত্র সিবিআইকে দিয়েছিল। সেই অভিযোগ নিয়েও রাজ্য সরকারের কাছে সিবিআই জানতে চাইলে – প্রতিটি ক্ষেত্রেই নাকি হয় রাজ্য সরকার উত্তর দে নি, নাহলে জানানো হয়েছে – সংশ্লিষ্ট ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না! আর এইসবের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের স্পষ্ট অভিযোগ চিটফান্ড কাণ্ডে অসহযোগিতা করছে রাজ্য সরকার! যদিও সিবিআইয়ের এই হলফনামা পেশের বিরোধিতা করেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি, যা ‘রেকর্ড’ করা হয় সুপ্রিম কোর্টে। আগামী ২৭ তারিখ এই হলফনামা ও রাজ্যের পেশ করা পাল্টা হলফনামা নিয়েই সারদা মামলায় আগামী দিনে শুনানি এগোবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!