এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > CBI বন্দি গুরুত্বপূর্ণ মন্ত্রী-বিধায়ক! সুপ্রিম কোর্টে নয় হাইকোর্টেই লড়াই করবে রাজ্য সরকার?

CBI বন্দি গুরুত্বপূর্ণ মন্ত্রী-বিধায়ক! সুপ্রিম কোর্টে নয় হাইকোর্টেই লড়াই করবে রাজ্য সরকার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর সিবিআইয়ের বিশেষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু শেষপর্যন্ত হাইকোর্টের পদক্ষেপে তাঁদের প্রেসিডেন্সি জেলে আনা হয়। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। তবে, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে পিছু হটল তৃণমূল।

রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়কদের ছাড়িয়ে আনতে সুপ্রিমকোর্টে না গিয়ে হাইকোর্টে থেকেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানানো আদৌ যুক্তিযুক্ত হবে কিনা? তা নিয়ে দলে আলোচনা চলে গতকাল অনেক রাত পর্যন্ত। এ বিষয়ে দলের অনেক আলোচনার পর সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের মনে হয়েছে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে গেলে তা জাতীয় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তার চেয়ে কলকাতা হাইকোর্টে থেকে লড়াই করা অনেক বেশি সুবিধাজনক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত সুপ্রিম কোর্টে যাচ্ছে না তৃণমূল। এদিকে আরেকটি কারণেও এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চাইছে না তৃণমূল।

কারণ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার চার হেভিওয়েটদের মধ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বয়স ৭০ এর ঘরে। বাকিদের বয়স ৬০ এর ঘরে। এই পরিস্থিতিতে বারবার দিল্লি যাতায়াত করলে, তাঁদের শারীরিক সমস্যা ও করোনা সংক্রমনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নারদ কান্ডে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।

আদালত এই আর্জি মেনে নিয়েছে। তাই গতকাল দুটি মামলার একসঙ্গে শুনানি চলবে হাইকোর্টে। অন্যদিকে, তৃণমূল এই মামলায় সুপ্রিম কোর্টে যেতে পারে, এমন সম্ভাবনার কথা চিন্তা করেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!