এখন পড়ছেন
হোম > রাজ্য > চিটফান্ড মামলায় আদালতে সিবিআই-য়ের জবাব দিতে হোমওয়ার্ক রাজ্য পুলিশের

চিটফান্ড মামলায় আদালতে সিবিআই-য়ের জবাব দিতে হোমওয়ার্ক রাজ্য পুলিশের


আগামী ফেব্রুয়ারি মাসে শুনানি রয়েছে চিটফান্ড মামলার। তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে মামলা করে সিবিআই কর্তৃপক্ষ। সেই মামলার শুনানির আগে কার্যত হোমওয়ার্ক সেরে নিল রাজ্য পুলিশ। এই মামলায় সিবিআইয়ের সমস্ত অভিযোগের সদুত্তর দিতে বৈঠক ডাকা হয় রাজ্য পুলিশের তরফে।

সূত্রের দাবি, আদালতে সিবিআইয়ের তরফে অভিযোগ ,সুদীপ্ত সেনের কল রেকর্ড সহ একাধিক নথি দেওয়া হয়নি রাজ্য পুলিশের তরফে । বারবার এইসব গুরুত্বপূর্ণ মিসিংলিংক গুলির দিকে রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা সহযোগিতা করেননি। এই মর্মে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার শুনানির আগে সিবিআইয়ের অভিযোগ ভিত্তিহীন প্রমান করতে ঘুটি সাজিয়ে নেওয়ার কাজ সেরে ফেলল রাজ্য পুলিশ। পুলিশের শীর্ষ স্থানীয় কর্তাদের উপস্থিতিতে বৈঠক ডাকা হয় বেলা দেড় টায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দুজন আইনজীবী, পদস্থ কর্তা সহ ‘সিট’ এর অফিসাররাও। সমস্ত নথি ও তথ্য সমেত তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বৈঠকের উদ্দেশ্য হিসাবে জানা গেছে, সিবিআইয়ের দপ্তরে তদন্তের সাথে জড়িত সমস্ত নথি পাঠানো হয়েছে অনেক দিনই। তারপরেও অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন । সেক্ষেত্রে আদালতের সামনে সেসব নথির সফ্টকপি পেশ করবে পুলিশ। এমনকি সুদীপ্ত সেনের সমস্ত ফোন রেকর্ডও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাগজপত্র হস্তান্তর করার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি নেই পুলিশের। এরপরেও অন্যান্য চিটফান্ড সংস্থার বাজেয়াপ্ত করা নথি তুলে দিতে চাইলেও সে ব্যাপারে গুরুত্ব দেয়নি সিবিআই , সেই বিষয়েও আদালতকে জানানো হবে বলেই জানা গিয়েছে সূত্রের মারফৎ। যদিও পুলিশের দাবি বাজেয়াপ্ত করা সমস্ত নথি পাঠানো হয়েছে। যেগুলি বাইরের নথি ,তা তাদের কাছে নেই সেইগুলি তাঁরা পাঠাতে পারেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!