এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজনৈতিক নেতার নাম বলার জন্য সিবিআই ও ইডি চাপ দিচ্ছে, বিস্ফোরক অভিযোগ রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর

রাজনৈতিক নেতার নাম বলার জন্য সিবিআই ও ইডি চাপ দিচ্ছে, বিস্ফোরক অভিযোগ রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর


চিটফান্ড প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরেই জেলবন্দি রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। মূলত সারদা কোম্পানি লাটে ওঠার পর এই রোজভ্যালি বাজার থেকে প্রচুর পরিমাণে টাকা তুলেছিল বলে অভিযোগ ওঠে। এমনকি রোজভ্যালির এই বাড়বাড়ন্তের পেছনে পুলিশের একাংশের যে প্রচ্ছন্ন মদত রয়েছে, তাও তদন্তকারীদের তদন্তে উঠে এসেছিল। আর এমতাবস্থায় বৃহস্পতিবার আদালতে আসেন সেই রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু।

জানা যায়, সেখানেই একটি চিঠি দেন গৌতম বাবু। যে চিঠিতে বেশ কয়েকজনকে জেরা করার দাবি তুলেছেন তিনি। কিন্তু কার কার নাম সেই চিঠিতে রয়েছে! সূত্রের খবর, রোজভ্যালির প্রাক্তন কর্মী হিসেবে একজন এই চিটফান্ড মামলা থেকে গৌতম কুন্ডুকে ক্লিন চিট পাইয়ে দেবেন বলে তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন।

কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা তিনি ফেরত পাননি। তাই তার পাশাপাশি আরও এরকম বেশ কয়েকজনের নামে তিনি সেই চিঠিতে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য গৌতম কুন্ডু যে কাউকে কাউকে অর্থ দিয়েছিলেন, তাও তার কথা থেকে পরিষ্কার হয়ে গেল। ফলে এই গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইকে ভবিষ্যতে পথ চলতে অনেকটাই সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিকে এদিন আদালতে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। বিভিন্ন রাজনৈতিক নেতার নাম বলার জন্য তাকে সিবিআই চাপ দিচ্ছে বলেও এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। যা নিয়ে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গৌতম কুন্ডুর দাবি, রোজভ্যালি কাণ্ডে জড়িতদের নাম তিনি তদন্তকারী সংস্থার কর্তাদের জানানোর পরও অফিসাররা তার কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম জানতে চাইছেন। তাকে প্রবল চাপ দেওয়া হচ্ছে। কিন্তু সত্যিই যদি সিবিআইয়ের পক্ষ থেকে এই কাজ করা হয়, তাহলে তা অত্যন্ত অন্যায় বলেই মনে করছে একাংশ।

তবে গৌতম কুন্ডুর এই দাবিকে মানতে নারাজ সিবিআই। তাদের দাবি, এরকম কোনো চাপ দেওয়া হয়নি। আর যদি চাপ দেওয়াই হয়, তাহলে এত পরে কেন এর অভিযোগ করছেন রোজভ্যালি কর্তা! কেন এই ব্যাপারে আগে আদালতকে জানালেন না তিনি! এখন তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

সব মিলিয়ে এবার রোজভ্যালি কাণ্ডে চাপ বাড়িয়ে সিবিআইয়ের পক্ষ থেকে তাকে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!