এখন পড়ছেন
হোম > জাতীয় > সিবিআইয়ের নতুন ডিরেক্টরের কাছে ইতিমধ্যে হাজির একগুচ্ছ চ্যালেঞ্জ, জল্পনা বাড়ছে

সিবিআইয়ের নতুন ডিরেক্টরের কাছে ইতিমধ্যে হাজির একগুচ্ছ চ্যালেঞ্জ, জল্পনা বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সিবিআই এর প্রবীণ ডিরেক্টর ঋষি কুমার শুক্লা সম্প্রতি অবসর নিয়েছেন। এরপর নতুন ডিরেক্টরের খোঁজ শুরু হয়। উঠে আসে বেশ কয়েকজনের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিবিআই এর প্রধান নির্বাচনের জন্য একটি বৈঠক হয়। দিল্লিতে যেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানা এবং বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। তালিকায় অবশ্য অনেকেরই নাম ছিল কিন্তু সবাইকে পেছনে ফেলে সিবিআই এর নতুন ডিরেক্টর পদের জন্য উঠে আসে বিগত দিনের মহারাষ্ট্রের ডিজিপি সুবোধ কুমার জয়সোয়ালের নাম। এবং তাঁকেই সিবিআই এর নতুন ডিরেক্টর হিসেবে নির্বাচন করা হয়েছে।

বুধবার সিবিআইয়ের তেত্রিশতম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন সুবোধ কুমার জয়সওয়াল। এবং মনে করা হচ্ছে সিবিআই পদে দায়িত্ব নেওয়ার পর নতুন ডিরেক্টরের সামনে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সুতরাং সেই বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনা এবং এই কেন্দ্রীয় এজেন্সির অভ্যন্তরে যাবতীয় বিতর্কের অবসান ঘটানো এখন বড় চ্যালেঞ্জ নতুন ডিরেক্টরের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত 2018-19 সালে প্রাক্তন ডিরেক্টর অলক কুমার ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে টানাপোড়েন শুরু হয়। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সর্বত্র। পরবর্তী সময়ে অবশ্য সিবিআইয়ের অন্দরে ব্যাপক আকারে রদবদল হয়। কিন্তু তা সত্বেও বিতর্কের বাইরে বেরোতে পারেনি কেন্দ্রীয় সংস্থাটি। সদ্যই নারদ মামলা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। বাংলার চার নেতাকে গ্রেফতার করে সিবিআই এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশে সিবিআই গ্রেপ্তার করেছে 4 হেভিওয়েট নেতাকে।

এমনকি সিবিআইয়ের কলকাতা দপ্তরের সামনে ব্যাপকভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল। প্রসঙ্গত, বিভিন্ন মামলায় সিবিআই কতটা সাফল্য পেয়েছে সেই মাপকাঠি বিচার করে দেখতে গেলে অবাকই হতে হয় বলে দাবি বিশেষজ্ঞদের। আপাতত সিবিআইয়ের প্রতিচ্ছবি কতটা স্পষ্ট করতে পারেন নতুন ডিরেক্টর সেটাই দেখার। পাশাপাশি সিবিআইয়ের অন্দরেও যথেষ্ট অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অতএব সেই পরিবেশকেও স্বাভাবিক করতে হবে। বস্তুত নতুন ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়ালের কাছে এই মুহূর্তে বড়োসড়ো চ্যালেঞ্জ এসে উপস্থিত।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!