এখন পড়ছেন
হোম > রাজ্য > সিবিআইয়ের পাশাপাশি নারদ কান্ডে অস্বস্তি বাড়াল এই সংস্থা, চার্জশিট দেওয়া নিয়ে জল্পনা!

সিবিআইয়ের পাশাপাশি নারদ কান্ডে অস্বস্তি বাড়াল এই সংস্থা, চার্জশিট দেওয়া নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মে মাসের 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে। এছাড়াও গ্রেপ্তার হয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই এই গ্রেপ্তারকে কার্যত প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করতে শুরু করেছিল ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এই গোটা ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। গ্রেপ্তাররত অবস্থায় থাকলেও গৃহবন্দী থাকতে হবে চার অভিযুক্তকে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

আর এই পরিস্থিতিতে এই মামলা সুপ্রিম কোর্টে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। তবে একদিকে সিবিআই যখন তাদের মামলার জালে জড়িয়ে 4 অভিযুক্তকে জেরবার করতে নানা পরিকল্পনা গ্রহণ করছে, ঠিক তখনই এবার চার অভিযুক্তের বিড়ম্বনা বাড়িয়ে নারদকান্ডে তৎপরতা গ্রহণ করতে দেখা গেল কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

একের পর এক কেন্দ্রীয় সংস্থার এইভাবে অতি সক্রিয়তাকে খুব একটা ভালো চোখে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সিবিআইয়ের সক্রিয়তার মাঝেই যদি ইডির পক্ষ থেকে এভাবে নারদ কান্ডে চাপ বাড়ানো হয়, তাহলে সেই নারদ কান্ডে নাম জড়িয়ে পড়ার জন্য তৃনমূলের জনপ্রতিনিধিরা যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে যাবেন, তা বলার অপেক্ষা রাখে না।

মে মাসের 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে। এছাড়াও গ্রেপ্তার হয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই এই গ্রেপ্তারকে কার্যত প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করতে শুরু করেছিল ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এই গোটা ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। গ্রেপ্তাররত অবস্থায় থাকলেও গৃহবন্দী থাকতে হবে চার অভিযুক্তকে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

আর এই পরিস্থিতিতে এই মামলা সুপ্রিম কোর্টে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। তবে একদিকে সিবিআই যখন তাদের মামলার জালে জড়িয়ে 4 অভিযুক্তকে জেরবার করতে নানা পরিকল্পনা গ্রহণ করছে, ঠিক তখনই এবার চার অভিযুক্তের বিড়ম্বনা বাড়িয়ে নারদকান্ডে তৎপরতা গ্রহণ করতে দেখা গেল কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

একের পর এক কেন্দ্রীয় সংস্থার এইভাবে অতি সক্রিয়তাকে খুব একটা ভালো চোখে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সিবিআইয়ের সক্রিয়তার মাঝেই যদি ইডির পক্ষ থেকে এভাবে নারদ কান্ডে চাপ বাড়ানো হয়, তাহলে সেই নারদ কান্ডে নাম জড়িয়ে পড়ার জন্য তৃনমূলের জনপ্রতিনিধিরা যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে যাবেন, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নারদ কান্ডে আজ সোমবার নিজেদের চার্জশিট জমা দিতে পারে ইডি। বলা বাহুল্য, যে চার অভিযুক্ত গ্রেফতার হয়েছেন, তাদের সম্পত্তির কথা তুলে ধরে তা বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করা হতে পারে। স্বাভাবিক ভাবেই একদিকে সিবিআই, অন্যদিকে ইডির এই উদ্যোগ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

অর্থাৎ মামলার জাল যে ক্রমশ বিস্তার লাভ করছে, তা একপ্রকার নিশ্চিত। আর জাল যত বাড়তে শুরু করবে, ততই যে তৃণমূলের অভিযুক্ত নেতা-মন্ত্রীরা বিপাকে পড়বেন, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা। যদি আজই ইডির পক্ষ থেকে এই ব্যাপারে চার্জশিট দেওয়া হয়, তাহলে শাসকদলের অস্বস্তি আরও বাড়তে পারে।

একাংশ বলছেন, ইতিমধ্যেই হাইকোর্টের শুনানি সম্পন্ন হয়েছে। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তাররত অবস্থায় থাকলেও বাড়িতে গৃহবন্দি অবস্থায় থাকতে পারেন চার অভিযুক্ত। সেদিক থেকে ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায় বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তবে অসুস্থ থাকার জন্য এখনও পর্যন্ত এসএসকেএম হাসপাতালে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র।

আর এই পরিস্থিতিতে চার অভিযুক্তের অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনা তুলে ধরে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আজই চার্জশিট জমা পড়তে পারে। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে। সব মিলিয়ে সিবিআই এবং ইডির এই দুই ফলা কিভাবে সামাল দেন চার অভিযুক্ত এবং রাজ্যের শাসক দল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!