এখন পড়ছেন
হোম > রাজ্য > সিবিআইয়ের পক্ষে মত নেই কোর্টের, ভুয়ো টিকাকাণ্ডে বড় স্বস্তিতে রাজ্য!

সিবিআইয়ের পক্ষে মত নেই কোর্টের, ভুয়ো টিকাকাণ্ডে বড় স্বস্তিতে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভুয়ো টিকা কাণ্ড নিয়ে সম্প্রতি টালমাটাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যেখানে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের প্রয়োজন বলে দাবি তুলতে শুরু করে বিরোধী দল বিজেপি। যদিও বা শাসক দলের পক্ষ থেকে সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এই ব্যাপারে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের তদন্ত শুরু করে, তাহলে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন অনেকটাই চাপের মুখে পড়ে যাবে বলেই দাবি করতে শুরু করেছিল বিরোধীরা।

আর এই পরিস্থিতিতে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই নয়, বরঞ্চ রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। স্বাভাবিক ভাবেই ভুয়ো টিকা কাণ্ড নিয়ে যখন রাজ্যের উপর চাপ বাড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলতে শুরু করেছিল বিরোধীরা, তখন তাকে কার্যত খন্ডন করে দিয়ে রাজ্য পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের এই আস্থাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে যথেষ্ট স্বস্তিতে রাখল বলেই মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত উল্লেখ্য, একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টে পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে সেই জনস্বার্থ মামলায় ভুয়ো টিকা কাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল। কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতে গিয়ে সিবিআই তদন্তের আর্জিকে কার্যত খারিজ করে দেয়। এক্ষেত্রে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা রাখা হল। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যাপারে বিজেপি সহ আরও একাধিক মহলের তরফ থেকে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল, তা কার্যত গ্রহণযোগ্য হল না বলেই দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, প্রতি সময়ে রাজ্য প্রশাসন যে সবসময় ব্যর্থ, তার প্রমাণে মরিয়া চেষ্টা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেই মতো করেই ভুয়ো টিকা কান্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে তারা। এমনকি এই ঘটনার মূল পান্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের একাধিক নেতা এবং হেভিওয়েট জনপ্রতিনিধিদের ছবি প্রকাশ্যে আনলে কোনোমতেই রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে সত্য উদঘাটিত হবে না বলেও দাবি করতে দেখা যায় গেরুয়া শিবিরকে।

তবে অবশেষে সেই জনস্বার্থ মামলা বড়সড় ধাক্কা খেল হাইকোর্টে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবং প্রশাসনকে স্বস্তি দিয়ে এই ভুয়ো টিকা কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের ওপর আস্থা বজায় রাখা হল। যার জেরে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে রাজ্য প্রশাসন যে যথেষ্ট স্বস্তিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!