এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই স্ক্যানারে অভিষেকের হেভিওয়েট ছায়াসঙ্গী ! অস্বস্তি বাড়লো অভিষেকের !

সিবিআই স্ক্যানারে অভিষেকের হেভিওয়েট ছায়াসঙ্গী ! অস্বস্তি বাড়লো অভিষেকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির যৌথ তদন্তের চাপে অস্বস্তি বেড়েই চলেছে বন্দোপাধ্যায় পরিবারের। এবার কয়লা পাচার কান্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত হাবিবুরকে গতকাল সিবিআই তলব করলো ।ফলে যত দিন যাচ্ছে ততই কয়লা পাচার কান্ডে তদন্তের গভীরতা বাড়ছে । প্রসঙ্গত এর আগে অতীতেও হাবিবুরকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলে উল্টে  সিবিআইয়ের বিরুদ্ধে  অভিযোগ করেন তিনি । তিনি দাবি করেছিলেন যে  “আমার উপর বিভিন্ন রকম ভাবে সিবিআই চাপ সৃষ্টি করে চলেছে। আমাকে জোর করা হচ্ছে।”

তবে এবার আবারো জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি সিবিআই নজর এড়িয়ে চলছিলেন । আর এই পরিস্থিতিতে গতকাল শেষ পর্যন্ত বিষ্ণুপুরে তার বাড়িতে হানা দিল সিবিআই। সূত্রের খবর  কয়লা পাচার কাণ্ডে যে সকল ব্যক্তিদের দিকে সিবিআইয়ের নজর রয়েছে তাদের অনেকেই বিষ্ণুপুর আমতলার অফিসে প্রতিনিয়ত যাতায়াত করত আর সেই কারণেই হাবিবুরের ওপর সন্দেহ জন্মেছে সিবিআইয়ের । প্রসঙ্গ উল্লেখ্য যে বিষ্ণুপুর আমতলার অফিসে কর্মী পদে নিযুক্ত রয়েছে অভিষেকের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই ব্যক্তি। আর এই কারণেই অতীতে তাকে তলবও করে সিবিআই।

তবে গতকাল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত হাবিবুর খানের বাড়িতে সিবিআই হানা দেওয়ায় নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যে অনেকটা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে কয়লা পাচার কান্ডের শিকড় মাটির কতটা গভীর পর্যন্ত বিস্তৃত এবং আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!