এবার সিবিআইয়ের নজরে “মমতা ঘনিষ্ঠ” পুলিশ কমিশনার, অসহযোগিতায় হতে পারেন গ্রেপ্তার কলকাতা রাজ্য February 3, 2019 লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই বিভিন্ন চিটফান্ড মামলার ইস্যুতে রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা ব্যক্তিদের সিবিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে। রাজনৈতিক হোক বা প্রশাসনিক – রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের জেরা করে এবার চিটফান্ড মামলার তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই। কিছুদিন আগেই রোজভ্যালির তদন্তের জন্য দক্ষিণ কলকাতার এক অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ফিল্ম প্রযোজক শ্রীকান্ত মোহতাকে দীর্ঘক্ষন ধরে জেরা করেছিল সিবিআই। কিন্তু তদন্ত প্রক্রিয়ায় তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোলের সৃষ্টি হয়। সূত্রের খবর, এবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে পারেন মমতা ঘনিষ্ঠ পুলিশ অফিসার তথা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। কিন্তু হঠাৎ কি এমন কারনে রাজীব কুমারকে তলব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জানা গেছে, সারদা এবং রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের নেতৃত্বে ছিলেন এই রাজীব কুমার। তাই তাঁর কাছে সিবিআই সারদা ও রোজভ্যালির সমস্ত তদন্ত সংক্রান্ত নথি দাবি করেছে। কিন্তু গত তিনদিন ধরে সেই রাজীব কুমারের কোনো খোঁজ মিলছে না বলেও খবর। আর তাই শ্রীকান্ত মোহতার মত শেষ পর্যন্ত সেই রাজীব কুমারকে জেরা করে যদি সিবিআই কর্তারা সন্তুষ্ট না হয় তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করছেন একাংশ। তবে শেষ পর্যন্ত ঠিক কি হয় তা দেখবার জন্য নজর রাখতেই হবে সকলকে। আপনার মতামত জানান -