এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিবিআই ফাঁস শক্ত করতেই আগাম জামিন পেতে মরিয়া রাজীব কুমার সামনে এগিয়ে দিলেন স্ত্রীকে!

সিবিআই ফাঁস শক্ত করতেই আগাম জামিন পেতে মরিয়া রাজীব কুমার সামনে এগিয়ে দিলেন স্ত্রীকে!

অনেকে বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সেই বিপদ থেকে বাঁচতে মহিলাদের স্মরণ করে। মহিষাসুর দুর্গার হাতে বধ হলেও শেষ পর্যন্ত সেই দুর্গার শরণাপন্নই হয়েছিলেন। তবে এক্ষেত্রে মহিলার হাতে বধ নয়, বরঞ্চ সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে এগিয়ে দিতে দেখা গেল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে।

ইতিমধ্যেই বহুবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। কিন্তু একবারও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হননি। মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকেই যুদ্ধ করেছিল, ঠিক একইভাবে সামনাসামনি না এসে আড়ালেই থেকে যাচ্ছেন রাজীব কুমার। আর সেই আড়ালে থেকেই নিজের স্ত্রীকে দিয়ে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন তিনি।

সূত্রের খবর, বিচারপতি সইফুল্লা মুন্সির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজীব কুমারের এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের সন্ধান পেতে এবার তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজখবর শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বস্তুত, সোমবার রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছিল। কিন্তু পরে বার্তা পাঠিয়ে রাজীব কুমার জানান যে, তিনি আরও কিছুদিন সময় চাইছেন। তবে সিবিআই আর তাকে সময় দিতে রাজি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, তিনি 30 তারিখ পর্যন্ত ছুটিতে আছেন। তাই 30 তারিখের পরে তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন কলকাতার প্রাক্তন নগরপাল। তবে সত্যিই কি 30 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে! তা জানতে ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠাতে চলেছে সিবিআই।

সেদিক থেকে রাজীব কুমার নিজেকে বাঁচাতে যদি এই মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে নবান্ন এর বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করে, সেদিকেও তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। এদিন এই প্রসঙ্গে সিবিআইয়ের এক কর্তা বলেন, “রাজীব কুমার তার সঙ্গে থাকা ঘনিষ্ঠদের মাধ্যমেই অন্যদের সঙ্গে মাঝেমধ্যে যোগাযোগ রাখছেন। কিছু প্রমান আমাদের হাতে এসেছে।”

তবে এখন সিবিআই তাদের উন্নতমানের ট্র্যাকের সাহায্যে সেই রাজীব কুমারের পদ্ধতিগত ব্যাপারটিকে ধরতে পারেন কিনা! সেদিকেও নজর রয়েছে অনেকের। কিন্তু তার আগে কলকাতার এই প্রাক্তন নগরপালকে নিজেদের বাগে আনতে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুপ করে বসে থাকবে না, তার প্রমাণ এদিনই পাওয়া গেল। যার ফলশ্রুতি হিসেবে রাজীব কুমারের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে খোঁজখবর চালাতে শুরু করেছে সিবিআই।

যেখানে ভুয়ো কোনো লেনদেন সেই রাজীব কুমারের ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে কিনা, তা দেখতে উদ্যোগী তারা। কিন্তু এতসব সত্ত্বেও সিবিআইয়ের মুখোমুখি হতে নারাজ রাজীব কুমার। আর তাইতো এদিন নিজের আগাম জামিনের ব্যাপারে নিজের স্ত্রীকে দিয়ে আদালতে আবেদন করাতে দেখা গেল তাকে। তবে নিজেকে বাঁচাতে নিজের গৃহিণীকে এগিয়ে দেওয়া রাজীব কুমার এখন শেষ পর্যন্ত আদৌ সফল হন কিনা তার নিজের চেষ্টায়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!