এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ-তদন্ত দ্রুত শেষ করতে এবার ‘মাস্টারস্ট্রোক’ সিবিআই তদন্তকারীদের

নারদ-তদন্ত দ্রুত শেষ করতে এবার ‘মাস্টারস্ট্রোক’ সিবিআই তদন্তকারীদের

নারদ তদন্তের জট এসে আটকেছিল সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের এই-ফোনের একটি বিশেষ ফোল্ডারে এসে। সূত্রের খবর সেই ফোল্ডারে একটি প্রায় ২৮ মিনিটের ভিডিও আছে, যা এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্ত্বপূর্ন, কিন্তু সেই ফোল্ডারটি ছিল পাসওয়ার্ড দিয়ে আটকানো। ম্যাথুকে সেই ফোল্ডারের পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হলে তিনি জানান তিনি তা ভুলে গেছেন। ফলে সিবিআইয়ের তরফে ম্যাথুর ফোনের কোম্পানি অ্যাপেলের সঙ্গে যোগাযোগ করা হয় সেই পাসওয়ার্ড পাওয়ার জন্য। কিন্তু গতকালের খবরেই স্পষ্ট হয়ে যায় কোনো অবস্থাতেই অ্যাপেল সেই পাসওয়ার্ড সিবিআইয়ের হাতে দেবে না। ফলে সংশ্লিষ্টমহল মনে করছিল নারদ তদন্ত এবার বিশ বাঁও জলে চলে গেল।

কিন্তু সেই খবরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার নারদ তদন্তে মাস্টারস্ট্রোক দিল সিবিআই। সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের আই-ফোনের সেই ফোল্ডারের পাসওয়ার্ড উদ্ধার করতে আমেরিকার তিন হ্যাকারের সাহায্য নিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে ভারত সরকারের বিভিন্ন কাজে সাহায্য আমেরিকার এই তিন হ্যাকার মাথুর ফোনের পাসওয়ার্ড ভাঙতে পারবেন বলেই ধারণা তদন্তকারী অফিসারদের। সূত্রের খবর, শিয়রে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, আর তার আগেই নারদ তদন্তের কাজ শেষ করে ফেলতে চায় তারা। যা এতদিন আটকে ছিল ম্যাথুর ফোনের ওই ‘গুপ্ত-ফোল্ডারের’ সৌজন্যে। এখন আমেরিকার ওই তিন হ্যাকারের কেরামতির উপর নির্ভর করছে নারদ-কাণ্ডের ভবিষ্যৎ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!