এখন পড়ছেন
হোম > জাতীয় > সিবিআই তদন্ত নিয়ে এবার বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

সিবিআই তদন্ত নিয়ে এবার বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে নানা সময় অভিযোগ উঠেছে। বিরোধীদলের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে, সিবিআই আসলে কেন্দ্রের খাঁচাবন্দি তোতাপাখি। কেন্দ্রের বিজেপি সরকার তাদের যে ভাবে চলতে বলে, তারা সেভাবেই পথ অনুসরণ করে। এক্ষেত্রে বেছে বেছে বিরোধী দলের নেতাদের হেনস্থা করা হয় বলেও নানা সময় অভিযোগ উঠতে দেখা গেছে। কিন্তু এবার সেই সিবিআইয়ের তদন্ত নিয়ে তাৎপর্যপূর্ণ রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

যেখানে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের সম্মতি ছাড়া কোনো তদন্তে হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সিবিআইকে নিয়ে দেশের শীর্ষ আদালত এই নির্দেশ দেওয়ায় বিরোধী শাসিত রাজ্যগুলো যেমন অনেকটাই স্বস্তি পেল, ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এটা একটা বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা যায়, সম্প্রতি উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা একটি দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রায়দান করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, “আইন অনুযায়ী রাজ্যের সম্মতি ছাড়া সিবিআইকে কোনো মামলায় যুক্ত করতে পারে না কেন্দ্র। এই বিষয়ে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক। সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখেই এই আইন তৈরি করা হয়েছে।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খন্ড, ছত্রিশগড়, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব, মিজোরামের মত বিরোধী শাসিত রাজ্যগুলোতে যদি সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর করতে হয়, তাহলে সেই সমস্ত রাজ্যের অনুমতি নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলো অনেকটাই স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে।

কেননা নানা সময় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পনামাফিক বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলোকে হেনস্থা করতে সেখানকার শাসক দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই দিয়ে হেনস্থা করার উদ্যোগ নেয়। যদিও বা কেন্দ্রের পক্ষ থেকে বারবার সেই অভিযোগ নস্যাৎ করা হয়েছে। কিন্তু এবার সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে সেই সমস্ত রাজ্যের অনুমতি ছাড়া কোনোভাবেই কেন্দ্র সিবিআই লাগু করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হল। যার ফলে কেন্দ্রের বিজেপি সরকার অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সামনেই বাংলা সহ একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। তার আগে সেই সমস্ত রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপি এখানকার ক্ষমতা দখল করতে নানা চক্রান্ত শুরু করেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে নেতাদের হেনস্থা করার অভিযোগ তুলেছে সেই সমস্ত রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা। আর এমত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রের বিজেপি সরকারকে যে ব্যাপকভাবে বেকায়দায় ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!