এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই তদন্তে কতটা খুশি তৃণমূল! একি বললেন কুনাল!

সিবিআই তদন্তে কতটা খুশি তৃণমূল! একি বললেন কুনাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনা সাড়া ফেলে দিয়েছে নানা মহলে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সিটের ওপর গোটা ঘটনার তদন্ত দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম থেকেই এই ব্যাপারে সংশয় প্রকাশ করছে বিরোধীরা। যার জেরে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে নানা মহল থেকে আসতে শুরু করেছে মিশ্র প্রতিক্রিয়া।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করেন কুনাল ঘোষ। আর সেখানেই হাইকোর্টের নির্দেশ নিয়ে কোনো প্রশ্ন না তুললেও, অতীতের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “তৃণমূল দলের তরফ থেকে সাফ জানানো হচ্ছে, আমাদের দলের নেতৃত্বেদের অবস্থান। সেখানে রামপুরহাটে যা যা করার ছিল, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার করেছে। আদালত এখন সিবিআইয়ের নির্দেশ দিয়েছে‌। আমরা তদন্তে সহযোগিতা করব। আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করব না। কিন্তু আমাদের স্পষ্ট কিছু কথা, সঠিক বিচার হোক। আমরা নিশ্চিত যে, রাজ্য সরকারকে আর কেউ দায়ী করতে পারবে না। এখন এই সিবিআই নন্দীগ্রামের ঘটনা, রবীন্দ্রনাথের নোবেল চুরির বিচার করেনি। সেই প্রশ্ন থাকে। তাই যদি দেখা যায় ন্যায়বিচার হয়নি, সেক্ষেত্রে প্রতিবাদ হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, কুনাল ঘোষ এই কথা বলে অতীতের নানা ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি গোটা ঘটনাকে স্বাগত জানালেও, সিবিআই যে খুব একটা কাজের কাজ করতে পারে না, সেটা বোঝানোর চেষ্টা করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!