এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিবিআই তদন্ত নিয়ে কি অবস্থান বিজেপির? জানিয়ে দিলেন সুকান্ত!

সিবিআই তদন্ত নিয়ে কি অবস্থান বিজেপির? জানিয়ে দিলেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনায় রাজ্য সরকার সিটের ওপরে ভরসা রাখলেও, প্রথম থেকেই এর বিরোধিতা করতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। তারা বলতে শুরু করেছিল, এই গোটা ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে। আর এই পরিস্থিতিতে অবশেষে তাদের নৈতিক জয় হয়েছে‌। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই পরিস্থিতিতে যথেষ্ট খুশি ভারতীয় জনতা পার্টি। এবার আদালতের এই নির্দেশকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমি মহামান্য আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই সিদ্ধান্ত আরও একবার প্রমান করলো যে, বিচার ব্যবস্থার কাছে রাজ্য সরকারের পুলিশের প্রতি কোনো আস্থা নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, সুকান্ত মজুমদারের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশের পর যথেষ্ট উজ্জীবিত গেরুয়া শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!