এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিবিআইয়ের সমন এবার কলকাতার স্বনামধন্য ফুটবল প্রতিষ্ঠানকে, জানুন বিস্তারিত

সিবিআইয়ের সমন এবার কলকাতার স্বনামধন্য ফুটবল প্রতিষ্ঠানকে, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সিবিআইয়ের সমন এবার গিয়ে পৌঁছলো কলকাতার স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। রোজভ্যালি কাণ্ডের তদন্তে এই চিঠি দেয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। ক্লাবের হিসাবের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। জানা গেছে, এ বিষয়ে গত ২৯ সে ডিসেম্বর ক্লাবকে একটি চিঠি দেয়া হয়েছিল। তবে ক্লাব তার কোন উত্তর দেয়নি। তাই আবার চিঠি দেয়া হলো ক্লাবকে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোজভ্যালির টাকা নিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব।

ক্লাবের হিসাব রক্ষককে তলব করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের কোষাধক্ষ্য দেবদাস সমাজদারের নাম সিবিআইয়ের এই চিঠিতে রয়েছে। গত ২৯ সে ডিসেম্বর সিবিআই চিঠি দিয়েছিলো ক্লাবকে। সেখানেও তাঁর নাম ছিল। তবে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সিবিআইয়ের চিঠির উত্তর দিয়ে দিয়েছে ক্লাব। সিবিআইয়ের অভিযোগ চিটফান্ড সংস্থা রোজভ্যালির অর্থ এই ক্লাবের হাতে এসেছে। ক্লাবের সঙ্গে রোজভ্যালির আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে, সন্দেহ করেছেন সিবিআইয়ের আধিকারিকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে সারদাকাণ্ডেও এই ক্লাবের নাম জড়িয়ে গিয়েছিল। সেসময় ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বেশ কিছুটা সময় জেলেও ছিলেন। এবার সিবিআইয়ের পক্ষ থেকে ক্লাবকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, রোজভ্যালি চিটফান্ড সংস্থার সঙ্গে ক্লাবের আর্থিক লেনদেন চলছে কিনা? সে বিষয়টি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে যদি ক্লাবের কোন ব্যক্তি জড়িত থাকেন? তবে তাঁকে তলব করা হবে।

এবারে ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্তের নামে চিঠি দিয়েছে সিবিআই। এই ঘটনায় ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে। ক্লাবের কোষাধ্যক্ষের পদ থেকে দেবদাস সমাজদারকে অপসারণের সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সবকিছু নিয়েই চরম বিপাকে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!